Job Vacancy: সরাসরি অফিসার পদে নিয়োগ, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অধীনে হাজারের বেশি পদে মেগা রিক্রুটমেন্ট!
- Published by:Debalina Datta
Last Updated:
SBI PO Recruitment 2022: প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৭ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
#কলকাতা: সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে এক বিজ্ঞপ্তি জারি করে প্রোবেশনারি অফিসার পদে নিয়োগের আবেদন জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে SBI.CO.IN গিয়ে খোঁজ নিতে পারেন।
এসবিআই পিও রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৭ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন ফি জমা দেওয়ার শেষ দিন আগামী ১২ অক্টোবর, ২০২২। আবেদন করতে হবে অনলাইনে। সে-ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে নোটিশের মাধ্যমেই তা প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
এসবিআই পিও রিক্রুটমেন্ট ২০২২: শূন্য পদের সংখ্যা ও বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ১৬৭৩টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
advertisement
পদের নাম | প্রোবেশনারি অফিসার |
শূন্য পদের সংখ্যা | ১৬৭৩ |
কাজের স্থান | ভারত |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৭-১০-২০২২ |
সংস্থা | স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া |
advertisement
এসবিআই পিও রিক্রুটমেন্ট ২০২২: আবেদন পদ্ধতি প্রথমে এসবিআই-এর অফিসিয়াল সাইটে sbi.co.in যেতে হবে কেরিয়ার লিঙ্কে ক্লিক করতে হবে এবং তার পরে একটি নতুন পেজ খুলে যাবে।
এ-বার এসবিআই পিও লিঙ্কে ক্লিক করতে হবে। এর পর অ্যাকাউন্টে লগ-ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এর পরে আবেদন ফি জমা দিতে হবে। এ-বার সাবমিট লিঙ্কে ক্লিক করতে হবে। ভবিষ্যতের জন্য প্রার্থীদের আবেদনপত্রের একটি কপি প্রিন্ট আউট করে রাখতে হবে।
advertisement
এসবিআই পিও রিক্রুটমেন্ট ২০২২: আবেদন ফি
জেনারেল, ইডব্লুএস এবং ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি হিসেবে ৭৫০ টাকা ধার্য করা হয়েছে। অন্য দিকে এসসি/এসটি/পিডব্লুডি প্রার্থীদের জন্য কোনও প্রকারের আবেদন ফি ধার্য করা হয়নি। প্রার্থীরা আরও বিশদে জানতে এসবিআই-এর অফিসিয়াল সাইট চেক করতে পারেন।
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের https://ibpsonline.ibps.in/sbiposep22/ গিয়ে জানতে পারেন।
Location :
First Published :
October 07, 2022 6:20 PM IST