Job Vacancy: বিজ্ঞানী হওয়ার স্বপ্ন? বড় সুযোগ রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, এখনই আবেদন করুন

Last Updated:

বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা দেখে নেওয়া হবে।

বিজ্ঞানী হওয়ার স্বপ্ন? বড় সুযোগ রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, এখনই আবেদন করুন
বিজ্ঞানী হওয়ার স্বপ্ন? বড় সুযোগ রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, এখনই আবেদন করুন
বর্ধমান: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে রয়েছে কাজের সুযোগ। চুক্তি অনুযায়ী, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র কয়েক মাসের জন্য কর্মী নিয়োগ করা হবে। এই অনুসারে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশিত হয়েছে। নোটিশ অনুযায়ী, উদ্ভিদবিদ্যা বিভাগের একটি গবেষণা প্রকল্পের জন্য রিসার্চ ফেলো পদের জন্য কর্মী  নিয়োগ করা হবে।
নির্দিষ্ট পদে উদ্ভিদবিদ্যা অথবা জীবন বিজ্ঞান শাখার যে কোনও বিষয়ে মাস্টার ইন সায়েন্স ডিগ্রি আছে, এমন ব্যক্তিদের আবেদন নেওয়া হবে। অবশ্যই তাঁদের অন্তত ৫৫ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। এমএসসি ডিগ্রির পাশাপাশি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের লেকচারশিপের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অথবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউট টেস্টের মধ্যে যে কোনও একটি সর্বভারতীয় স্তরের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
advertisement
advertisement
পাশাপাশি, তাঁদের মলিকিউলার বায়োলজি এবং রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজি নিয়ে আগে কাজ করেছেন এরকম অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুসারে , নির্দিষ্ট পদে মোট ১১ মাসের জন্য কাজ করতে হবে।
তবে গবেষণা প্রকল্পের মেয়াদ যদি বৃদ্ধি হয় , তাহলে কাজের সময়সীমাও বৃদ্ধি হতে পারে। অনূর্ধ্ব ২৮ বছর বয়সি ব্যক্তিদের আবেদন নেওয়া হবে। এই পদের জন্য যারা আবেদন করবেন তাঁদের পোস্টের মাধ্যমে জীবনপঞ্জি-সহ সমস্ত নথি জমা দিতে হবে। নির্দিষ্ট পদের জন্য প্রতি মাসে ৩৭ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে।
advertisement
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দেওয়া নোটিশ অনুযায়ী ৩১ জানুয়ারি পর্যন্ত নির্দিষ্ট পদের জন্য আবেদন নেওয়া হবে । বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা দেখে নেওয়া হবে । সাক্ষাৎকার কবে ,কী ভাবে নেওয়া হবে, সেই বিষয়ে ইমেলের মাধ্যমে যোগাযোগ করে নেওয়া হবে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
Job Vacancy: বিজ্ঞানী হওয়ার স্বপ্ন? বড় সুযোগ রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, এখনই আবেদন করুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement