Job Vacancy News: ইঞ্জিনিয়ার, চাকরি খুঁজছেন? আপনার জন্য সুযোগ আইআইটিতে , কত বেতন জানেন

Last Updated:

Job Vacancy News: চাকরির সুযোগ এবার আইআইটি তে, ঝটপট আবেদন করুন। আইআইটি খড়গপুরে চাকরির সুযোগ, কোন পোস্টে নেওয়া হবে? বেতন কত, জানুন

IIT Kharagpur 
IIT Kharagpur 
পশ্চিম মেদিনীপুর: চাকরি খুঁজছেন? আপনার কি কম্পিউটার সায়েন্সে বিটেক রয়েছে? তবে আপনার জন্যে আইআইটি খড়গপুরে রয়েছে কাজের সুযোগ। দেরি না করে এখনি আবেদন করুন। বিশেষ একটি গবেষণা প্রকল্পে রয়েছে কাজের জন্য রয়েছে সুযোগ।সেই মর্মে আইআইটি খড়গপুরের তরফে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জুনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি।
জানা গিয়েছে, বিশেষ গবেষণা প্রকল্পে কাজের জন্য জুনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। প্রকল্পটির নাম ‘ ইন্টিগ্রেটিং ভেরিফিকেশন অ্যান্ড কভারেজ ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক উইথ XLS tool suite। বিশেষ এই প্রকল্পটি স্পন্সর করেছে গুগল এশিয়া পেসিফিক প্রাইভেট লিমিটেড। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, কম্পিউটার সায়েন্স/ ইনফরমেশন টেকনোলজি/ ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিটেক অথবা বিই বা সমতুল কোন কোর্স করা থাকলে আবেদন জানাতে পারবেন এই পোস্টের জন্য। অথবা ৭০ শতাংশ নম্বর নিয়ে এমসিএ করা কোন ব্যক্তি আবেদন জানাতে পারবেন। এছাড়াও দু বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
advertisement
advertisement
জানা গিয়েছে, জুনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। উক্ত এই কাজের জন্য নিযুক্ত ব্যক্তিকে মাসিক ২৯২০০ টাকা দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, কম্পিউটার সায়েন্স কিংবা কম্পিউটারের বিষয়ে কোডিং সহ একাধিক বিষয়ে সম্যক জ্ঞান থাকা আবশ্যক। ১ টি পোস্টের জন্য আবেদন জানাতে পারেন আপনিও। আবেদনের জন্য আবেদনকারীদের ফরম ফিলাপ বাবদ ১০০ টাকা জমা দিতে হবে যদিও তা মহিলা আবেদনকারীদের জন্য কোনও অর্থ লাগবে না। এক বছরের জন্য চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করবে আইআইটি খড়গপুর।
advertisement
বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। কীভাবে আবেদন জানাবেন? প্রার্থীকে প্রথমে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘জবস’-এ যেতে হবে। সেখান থেকে যেতে হবে ‘টেমপোরারি পজিশন’-এ। সেখানে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সরাসরি ওই বিজ্ঞপ্তি থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২৯ জানুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।
advertisement
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটটি দেখতে পারেন।
Ranjan Chanda
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
Job Vacancy News: ইঞ্জিনিয়ার, চাকরি খুঁজছেন? আপনার জন্য সুযোগ আইআইটিতে , কত বেতন জানেন
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement