Job News: স্বাস্থ্য বিভাগে চাকরির দূর্দান্ত সুযোগ! শূন্যপদ থেকে বেতন, বিস্তারিত জেনে এখনই আবেদন করুন
- Reported by:RANJAN CHANDA
- hyperlocal
- Published by:Ankita Tripathi
Last Updated:
ঝাড়গ্রাম মেডিকেল কলেজ এবং হাসপাতালের আরটিপিসিআর ল্যাবরেটরিতে তিন মাসের আংশিক সময়ের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
ঝাড়গ্রাম: আপনি কি চাকরি খুঁজছেন? জঙ্গলমহল ঝাড়গ্রামে রয়েছে স্বাস্থ্য বিভাগে চাকরির সুযোগ। যদি আপনি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা, বি.এসসি করে থাকেন তবে আবেদন জানাতে পারেন এই পদের জন্য।
ঝাড়গ্রাম মেডিকেল কলেজ এবং হাসপাতালের আরটিপিসিআর ল্যাবরেটরিতে তিন মাসের আংশিক সময়ের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অস্থায়ী, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করবে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল।
আরও পড়ুন: গবেষণার স্বপ্ন? বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বড় সুযোগ! মোটা অঙ্কের বেতন, বিশদে জেনে এখনই আবেদন করুন
advertisement
কোভিড 19 বা করোনা ভাইরাস ম্যানেজমেন্টের জন্য ঝাড়গ্রাম মেডিকেল কলেজ এবং হাসপাতালে ল্যাবরেটরিতে দুজন কর্মী নিয়োগ করতে চলেছে সংশ্লিষ্ট দফতর। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, এই দুটি পদে মাসিক ১৭ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আগামী ২৮ মার্চ ২০২৪ তারিখে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষের অফিসে ইন্টারভিউয়ের মধ্য দিয়ে যোগ্যতা যাচাইয়ের পর নিয়োগ করা হবে দুটি পোস্টের জন্য।
advertisement
জানা গিয়েছে, এমটি ল্যাব টেকনিশিয়ান (আরটিপিসিআর ল্যাব) পদে নিয়োগের জন্য আবেদনকারীকে বিজ্ঞান ( অংক, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং জীববিদ্যা) বিষয়ে উচ্চমাধ্যমিক পাস হতে হবে। এছাড়াও আবেদনকারীকে পশ্চিমবঙ্গের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, ১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত আবেদনকারীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
advertisement
বিজ্ঞপ্তিতে দেওয়া একটি বিশেষ ফর্ম পূরণ করে ইমেইল কিংবা সংশ্লিষ্ট অফিসে গিয়ে জমা দিতে হবে। আগামী ২৮মার্চ ২০২৪ এ ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ হবে আবেদনকারীদের। শিক্ষাগত যোগ্যতা এবং বিশদে জানতে ঝাড়গ্রাম জেলার প্রশাসনিক ওয়েবসাইট কিংবা ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখতে হবে।
রঞ্জন চন্দ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Mar 19, 2024 1:27 PM IST









