কলকাতা: পশ্চিমবঙ্গ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে।
পদের নাম:- বিজ্ঞপ্তি অনুসারে, বিশেষ প্রজেক্টের কাজে রিসার্চ অ্যাসোসিয়েট পদে প্রজেক্ট ফেলো নিয়োগ করা হবে।
আবেদনের তারিখ:- প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ১৮, ২০২৩ তারিখ এপ্রিল অবধি করা যাবে আবেদন।
শূন্যপদের সংখ্যা:- বিজ্ঞপ্তি অনুসারে, ১ টি শূন্যপদে নিয়োগ করা হবে।
আবেদনের তারিখ:- প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদনের শেষ তারিখ ১৭ এপ্রিল ২০২৩ বিকেল ৫টা পর্যন্ত। ফলে যারা ইচ্ছুক দ্রুত যোগাযোগ করুন।
আরও পড়ুন: রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে নিয়োগের বিরাট সুযোগ! বিস্তারিত দেখুনআবেদনের পদ্ধতি:- বিজ্ঞপ্তি অনুসারে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন দফতর থেকে আবেদনপত্র পাওয়া যাবে। ইন্টারভিউয়ের দিন তা পূরণ করে এবং প্রয়োজনীয় নথির সঙ্গে জমা দিতে হবে। অথবা বিজ্ঞপ্তিতে দেওয়া আইডি-তে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি পাঠানো যেতে পারে।
আবেদন ফি:- প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ৫০ টাকা দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন দফতর থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।
যোগ্যতা:- বিজ্ঞপ্তি অনুসারে, কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজিতে পিএইচডি ডিগ্রি থাকতে হবে।
মেয়াদকাল:- প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রথমে ১ বছরের জন্য নেওয়া হবে। পরে প্রয়োজন অনুযায়ী কাজের মেয়াদ বেড়ে যাবার সম্ভবনা রয়েছে।
বেতন:- বিজ্ঞপ্তি অনুসারে, মাসিক ৫৮২৮০ টাকা দেওয়া হবে ফেলোশিপ বাবদ।
নির্বাচনের পদ্ধতি:- প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ১৮ এপ্রিল ২০২৩-এ, ‘ওয়াক ইন ইন্টারভিউ’-এর মাধ্যমে ইচ্ছুক প্রার্থীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jadavpur University, Job, Job alert