ISRO Recruitment 2022: প্রচুর শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন! বিশদ জানতে পড়ুন
- Published by:Anulekha Kar
- trending desk
Last Updated:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২১ ডিসেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অনলাইন আবেদনপত্র জমা দিতে হবে।
#নয়াদিল্লি: সম্প্রতি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে সায়েন্টিস্ট বা ইঞ্জিনিয়ার ‘এসসি’ পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের অফিসিয়াল ওয়েবসাইটে isro.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।
আইএসআরও রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২১ ডিসেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অনলাইন আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: SAIL Recruitment 2022: স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের অধীনে মেগা রিক্রুটমেন্ট! বিশদ জানতে পড়ুন
advertisement
প্রার্থীদের আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
আইএসআরও রিক্রুটমেন্ট ২০২২: শূন্য পদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ:
প্রতিষ্ঠানের তরফে মোট ৬৮টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
সায়েন্টিস্ট বা ইঞ্জিনিয়ার ‘এসসি’ (ইলেকট্রনিক্স) - ২১টি পদ
সায়েন্টিস্ট বা ইঞ্জিনিয়ার ‘এসসি’ (মেকানিক্যাল) - ৩৩টি পদ
সায়েন্টিস্ট বা ইঞ্জিনিয়ার ‘এসসি’ (কম্পিউটার সায়েন্স) - ১৪টি পদ
আরও পড়ুন: KVS Recruitment 2022: কেন্দ্রীয় বিদ্যালয়ের অধীনে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! বিশদ জানতে পড়ুন
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
advertisement
সংস্থা | ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন |
পদের নাম | সায়েন্টিস্ট বা ইঞ্জিনিয়ার ‘এসসি’ |
শূন্য পদের সংখ্যা | ৬৮ |
কাজের স্থান | ভারত |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের তারিখ | ২১.১২.২০২২ |
advertisement
আইএসআরও রিক্রুটমেন্ট ২০২২: বয়সসীমা
প্রার্থীদের বয়স ডিসেম্বর ১৯, ২০২২ তারিখ অনুযায়ী ২৮ বছর হতে হবে।
আইএসআরও রিক্রুটমেন্ট ২০২২: শিক্ষাগত যোগ্যতা
সায়েন্টিস্ট বা ইঞ্জিনিয়ার ‘এসসি’ (ইলেকট্রনিক্স) - প্রার্থীদের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে সর্বনিম্ন ৬৫% নম্বর বা সিজিপিএ ৬.৮৪/১০-সহ বিই/ বি.টেক ডিগ্রি বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে।
সায়েন্টিস্ট বা ইঞ্জিনিয়ার ‘এসসি’ (মেকানিক্যাল) - প্রার্থীদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সর্বনিম্ন ৬৫% নম্বর বা সিজিপিএ ৬.৮৪/১০-সহ বিই/ বি.টেক ডিগ্রি বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে।
advertisement
সায়েন্টিস্ট বা ইঞ্জিনিয়ার ‘এসসি’ (কম্পিউটার সায়েন্স) - প্রার্থীদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে সর্বনিম্ন ৬৫% নম্বর বা সিজিপিএ ৬.৮৪/১০-সহ বিই/ বি.টেক ডিগ্রি বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে।
আইএসআরও রিক্রুটমেন্ট ২০২২: আবেদন ফি
আবেদন ফি ২৫০ টাকা।
আইএসআরও রিক্রুটমেন্ট ২০২২: আবেদন পদ্ধতি
ন্যাশনাল কেরিয়ার সার্ভিসেস (এনসিএস) পোর্টালের অধীনে প্রার্থীদের প্রথমে নিজেদের নাম রেজিস্ট্রেশন করাতে হবে। তার পর তাঁরা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে অফিসিয়াল ওয়েবসাইট মারফত isro.gov.in আবেদন করতে পারেন।
Location :
First Published :
December 01, 2022 3:42 PM IST