IOCL Recruitment 2023: লক্ষাধিক বেতনের চাকরির দারুণ সুযোগ! ইন্ডিয়ান অয়েলে প্রচুর পদে নিয়োগ চলছে
- Published by:Teesta Barman
- trending desk
Last Updated:
IOCL Recruitment 2023: প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। অনলাইন আবেদন করার ক্ষেত্রে শেষ দিন হল আগামী ২২ মার্চ, ২০২৩ তারিখ। সে-ক্ষেত্রে সংস্থার ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
সম্প্রতি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল)-এর তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের জন্য প্রার্থীদের থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। চুক্তির ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই অনলাইনেও আবেদন করতে পারেন। চুক্তির এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা আইওসিএল-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
advertisement
আওসিএল রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। অনলাইন আবেদন করার ক্ষেত্রে শেষ দিন হল আগামী ২২ মার্চ, ২০২৩ তারিখ। সে-ক্ষেত্রে সংস্থার ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আর অফলাইন আবেদনের ক্ষেত্রে শেষ দিন হল আগামী ৬ এপ্রিল, ২০২৩ তারিখ। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আওসিএল রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ১০৬টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
একজিকিউটিভ লেভেল এল১: ৯৬টি পদ
একজিকিউটিভ লেভেল এল২: ১০টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
advertisement
সংস্থা | ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল) |
পদের নাম | একজিকিউটিভ লেভেল এল১ এবং একজিকিউটিভ লেভেল এল২ |
শূন্যপদের সংখ্যা | ১০৬ |
কাজের স্থান | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | বিশদ দেখুন |
advertisement
আওসিএল রিক্রুটমেন্ট ২০২৩: বেতনক্রম
একজিকিউটিভ লেভেল এল১: ফিক্সড টার্ম এনগেজমেন্টের ভিত্তিতে বার্ষিক ১২ লক্ষ টাকা।
একজিকিউটিভ লেভেল এল২: ফিক্সড টার্ম এনগেজমেন্টের ভিত্তিতে বার্ষিক ১৬ লক্ষ টাকা।
আওসিএল রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা
একজিকিউটিভ লেভেল এল১ পদের জন্য প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর। একজিকিউটিভ লেভেল এল২ পদের জন্য প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর। তবে ওবিসি এবং তফসিলি জাতি অথবা তফসিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে যথাক্রমে ৩ বছর এবং ৫ বছর।
advertisement
আওসিএল রিক্রুটমেন্ট ২০২৩: নিয়োগের মেয়াদ
প্রার্থীদের সর্বোচ্চ ৩ বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। মূলত প্রকল্পের সম্পূর্ণ হওয়ার উপরই নির্ভর করবে মেয়াদের সময়কাল।
আওসিএল রিক্রুটমেন্ট ২০২৩: নিয়োগ প্রক্রিয়া
advertisement
শুধুমাত্র পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে। প্রার্থীরা ইংরাজি অথবা হিন্দিতে এই ইন্টারভিউ দিতে পারবেন। তাঁদের ন্যূনতম ৫০ শতাংশ কোয়ালিফাইং নম্বর থাকতে হবে। তবে তফসিলি জাতি/ তফসিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম কোয়ালিফাইং নম্বরের পরিমাণ হল ৪০ শতাংশ।
আওসিএল রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন ফি
জেনারেল/ ওবিসি/ ইডব্লিউএস ক্যাটাগরির প্রার্থীদের আবেদন ফি হিসেবে ৩০০ টাকা প্রদান করতে হবে। তফসিলি উপজাতি/ তফসিলি জাতি/ ইএক্সএসএম ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে এই ফি মকুব করা হয়েছে।
advertisement
আওসিএল রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি
যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। আর অফলাইনে আবেদন করার ক্ষেত্রে আবেদন ফর্ম পূরণ করে সেলফ-অ্যাটেস্টেড প্রয়োজনীয় নথিপত্র-সহ তা পাঠিয়ে দিতে হবে এই ঠিকানায় Post Box No.3096, Head Post Office, Lodhi Road, New Delhi 110003।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 06, 2023 6:35 PM IST