IOCL Apprentice Recruitment 2022: ইন্ডিয়ান অয়েলে বিভিন্ন পদে বিপুল নিয়োগ! দ্বাদশ শ্রেণি উত্তীর্ণরাও করতে পারেন আবেদন
Last Updated:
প্রার্থীদের আগামী ৩০ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
সম্প্রতি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ওয়েস্টার্ন রিজিওন পাইপলাইনস (ডব্লিউআরপিএল), নর্দার্ন রিজিওন পাইপলাইনস (এনআরপিএল), ইস্টার্ন রিজিওন পাইপলাইনস (ইআরপিএল), সাউদার্ন রিজিয়ন পাইপলাইনসের (এসআরপিএল) বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ :
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩০ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
অনলাইন অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সম্ভাব্য তারিখ- ৮ ডিসেম্বর, ২০২২, বিকাল ৫ টা থেকে শুরু হবে
পরীক্ষার সম্ভাব্য তারিখ- ১৮ ডিসেম্বর, ২০২২
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ:
পশ্চিমবঙ্গ- ৪৫টি পদ
বিহার- ৩৬টি পদ
আসাম- ২৮টি পদ
উত্তরপ্রদেশ- ১৮টি পদ
হরিয়ানা- ৪০টি পদ
পঞ্জাব- ১২টি পদ
দিল্লি- ২২টি পদ
উত্তরাখণ্ড- ৬টি পদ
advertisement
রাজস্থান- ৩টি পদ
হিমাচলপ্রদেশ- ৩টি পদ
সাউদার্ন রিজিয়ন পাইপলাইনস
ওড়িশা- ৪৮টি পদ
ছত্তিসগঢ়- ৬টি পদ
ঝাড়খণ্ড- ৩টি পদ
তামিলনাডু- ৩৪টি পদ
কর্নাটক- ৭টি পদ
গুজরাত- ৮৭টি পদ
রাজস্থান– ৪৩টি পদ
আরও পড়ুন : নবোদয় বিদ্যালয়ে মেগা নিয়োগ! এখনই আবেদন করুন
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
advertisement
সংস্থা: | ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড |
পদের নাম: | টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস সহ অন্যান্য |
শূন্যপদের সংখ্যা: | বিশদ দেখুন |
কাজের স্থান: | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলেছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ তারিখ: | ৩০.১১.২০২২ |
advertisement
আবেদনের যোগ্যতা:
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের (অথবা ন্যূনতম এক বছরের আইটিআই ডিগ্রির পরে ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে দুই বছরের ডিগ্রি) ফুল টাইম ডিপ্লোমা।
ট্রেড অ্যাপ্রেন্টিস (অ্যাকাউন্টেন্ট)- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমার্সে ফুল টাইম গ্র্যাজুয়েট ডিগ্রি।
advertisement
ডেটা এন্ট্রি অপারেটর (ফ্রেশার অ্যাপ্রেন্টিস)- ন্যূনতম দ্বাদশ শ্রেণি পাস করতে হবে
ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর (স্কিল সার্টিফিকেট হোল্ডার)- ন্যূনতম দ্বাদশ শ্রেণি পাস করতে হবে
বয়সসীমা:
বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।
সরাসরি আবেদনের লিঙ্ক: https://plapps.indianoil.in/PLApprentice/user/main?adv_no=OQ==&Digest=qB1UN4YsLrV5SBh47ymR/A
নির্বাচন পদ্ধতি:
প্রার্থীদের নিয়োগের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে।
Location :
First Published :
November 11, 2022 4:17 PM IST