India Post Recruitment 2022: ইন্ডিয়া পোস্টের অধীনে বিপুল পদে নিয়োগ! এক নজরে দেখে নিন আবেদনের শেষ তারিখ
- Published by:Aryama Das
Last Updated:
India Post Recruitment 2022 : প্রার্থীদের আগামী ২২ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
সম্প্রতি ইন্ডিয়া পোস্টের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে স্পোর্টস কোটার অধীনে পোস্টম্যান, মেল গার্ড এবং মাল্টি-টাস্কিং স্টাফ সহ অন্যান্য পদে নিয়োগের আবেদন জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
গুরুত্বপূর্ণ তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২২ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ:
প্রতিষ্ঠানের তরফে মোট ১৮৮টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
পোস্টাল অ্যাসিস্ট্যান্ট/শর্টিং অ্যাসিস্ট্যান্ট: ৭১টি পদ
পোস্টম্যান/মেল গার্ড: ৫৬টি পদ
এমটিএস: ৬১টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | ইন্ডিয়া পোস্ট |
পদের নাম: | স্পোর্টস কোটার অধীনে পোস্টম্যান, মেল গার্ড এবং মাল্টি-টাস্কিং স্টাফ সহ অন্যান্য |
শূন্যপদের সংখ্যা: | ১৮৮ |
কাজের স্থান: | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ তারিখ: | ২২-১১-২০২২ |
advertisement
আবেদনের যোগ্যতা:
পোস্টাল অ্যাসিস্ট্যান্ট/শর্টিং অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান/মেল গার্ড: প্রার্থীদের সরকার স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম দশম ও দ্বাদশ শ্রেণিতে পাস করতে হবে বা প্রার্থীদের সমমানের যোগ্যতা থাকতে হবে।
বেতন:
পোস্টাল অ্যাসিস্ট্যান্ট/শর্টিং অ্যাসিস্ট্যান্ট: পে ম্যাট্রিক্স লেভেল ৩ অনুযায়ী ২৫,৫০০ টাকা
advertisement
পোস্টম্যান/মেল গার্ড: পে ম্যাট্রিক্স লেভেল ৩ অনুযায়ী ২১,৭০০ টাকা
মাল্টি-টাস্কিং স্টাফ: পে ম্যাট্রিক্স প্লাস অ্যালাওয়েন্স অনুযায়ী লেভেল ১ অনুযায়ী ১৮,০০০ টাকা
বয়সসীমা:
পোস্টাল অ্যাসিস্ট্যান্ট/শর্টিং অ্যাসিস্ট্যান্ট: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে
পোস্টম্যান/মেল গার্ড: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে
advertisement
মাল্টি-টাস্কিং স্টাফ: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে
নিয়মানুযায়ী বিভিন্ন বিভাগের প্রার্থীদের জন্য বয়সের উর্ধ্বসীমায় শিথিলতা প্রদান করা হয়েছে।
নির্বাচন পদ্ধতি:
প্রতিটি পদের জন্য মেধা তালিকা তৈরি করে প্রার্থীদের নির্বাচন করা হবে।
আবেদন পদ্ধতি:
যে সকল প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের মাপকাঠি পূরণ করবেন তাঁরা অফিসিয়াল বিজ্ঞপ্তির https://dopsportsrecruitment.in মাধ্যমে আবেদন করতে পারেন।
Location :
First Published :
October 25, 2022 5:06 PM IST