১০০০ জনের প্লেসমেন্ট, ১ কোটি টাকার প্যাকেজে চাকরি ১২ জনের, নজির IIT খড়গপুরের

Last Updated:

দ্বিতীয় দিনে সব রেকর্ড ভেঙে মিলেছে এক হাজার চাকরির অফার। প্রথম দিনে ২.৬৮ কোটি টাকার প্যাকেজ অফার মিলেছে, যা সমস্ত আইআইটির এর মধ্যে সর্বোচ্চ।

IIT খড়্গপুর
IIT খড়্গপুর
#খড়গপুর: আইআইটি খড়গপুরের মুকুটে জুড়ল নতুন পালক। চলতি বছরের প্লেসমেন্টে ব্যাপক সাফল্য অর্জন করেছে আইআইটি খড়গপুর। ৫ দিনের প্লেসমেন্ট পোগ্রাম চলছে খড়গপুর আইআইটিতে। প্রথম দিনের প্লেসমেন্টে মিলেছিল ৭৬০টি চাকরির অফার। দ্বিতীয় দিনে সব রেকর্ড ভেঙে মিলেছে এক হাজার চাকরির অফার। প্রথম দিনে ২.৬৮ কোটি টাকার প্যাকেজ অফার মিলেছে, যা সমস্ত আইআইটির এর মধ্যে সর্বোচ্চ।
বিদেশি সংস্থাগুলো প্লেসমেন্টে অংশ নিয়েছে। জাপানের ২৮টি সংস্থা, তাইওয়ানের ৯টি সংস্থা, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩টি, সিঙ্গাপুরের ২টি এবং অন্যান্য ৩টি -সহ মোট ৪৫টি আন্তর্জাতিক সংস্থার অফার এসেছে। ১ কোটি টাকার প্যাকেজের অফার পেয়েছেন ১২ জন। অ্যানালিটিক্স, সফটওয়্যার, ফিনান্স-ব্যাঙ্কিং, সাপ্লাই-চেইন-লজিস্টিক, কনসাল্টিং, কোর-ইঞ্জিনিয়ারিং, হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং-সহ বিভিন্ন সেক্টর থেকে অফার মিলছে।
প্রসঙ্গত ২০২২ সালের জব প্লেসমেন্ট সেশন শুরু হয়েছে আইআইটি (IIT) খড়্গপুর ক্যাম্পাসে। সেই সেশনের প্রথমদিনেই কোটি টাকার চাকরির অফার পেলেন একাধিক পড়ুয়ারা।
advertisement
advertisement
জানা গিয়েছে, প্রথম দিনই অ্যাপল, এয়ারবাস, আলফাগ্রেপ, ক্যাপিটাল ওয়ান, এক্সএল সার্ভিসেস, গুগল, গ্র্যাভিটন, মাইক্রোসফ্ট, রুব্রিক, স্কোয়ার পয়েন্ট ইত্যাদি মোট ৩৪টি কোম্পানি প্লেসমেন্ট প্রক্রিয়ায় বা ক্যাম্পাসিংয়ে অংশগ্রহণ করেছে।
advertisement
আইআইটি খড়গপুরের সিডিসি চেয়ারম্যান প্রফেসর এ. রাজাকুমার জানিয়েছেন, "আইআইটি খড়গপুর প্লেসমেন্টের প্রথম দিনই অফারের রেকর্ড ভেঙেছে এবং সমস্ত আইআইটি-এর মধ্যে দ্বিতীয় দিনে হাজারটি প্লেসমেন্ট করেছে। যা ইনস্টিটিউটের গুণমানকে সমর্থন করেছে। পড়য়াদের আগামী দিনে এবং অদূর ভবিষ্যতে সাহায্য করবে। আরও বেশি সংখ্যক সংস্থাগুলিকে ক্যাম্পাস পরিদর্শন করতে উত্সাহিত করবে।"
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
১০০০ জনের প্লেসমেন্ট, ১ কোটি টাকার প্যাকেজে চাকরি ১২ জনের, নজির IIT খড়গপুরের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement