Bank job: ব্যাঙ্কে চাকরির স্বপ্নপূরণের সুবর্ণ সুযোগ! গ্রামীণ ব্যাঙ্কে অফিসার পদে চলছে নিয়োগ
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া চলছে গ্রামীণ ব্যাঙ্কে। যাঁরা ব্যাঙ্কের চাকরি করতে চান তাঁদের জন্য সুবর্ণ সুযোগ।
বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া চলছে গ্রামীণ ব্যাঙ্কে। যাঁরা ব্যাঙ্কের চাকরি করতে চান তাঁদের জন্য সুবর্ণ সুযোগ। গ্রুপ-‘এ’ অফিসার (স্কেল ওয়ান, টু এবং থ্রি) এবং গ্রুপ-‘বি’ অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস) পদে নিয়োগ দেশের বিভিন্ন গ্রামীণ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৮৬৫৪ জন প্রার্থী নিয়োগ করা হবে। কেন্দ্রীয় পরীক্ষা কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অব অফিসার্স (স্কেল ওয়ান, টু এবং থ্রি) এবং গ্রুপ-‘বি’ অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস) ইন রিজিওনাল রুর্যাল ব্যাঙ্কস’-এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
গ্রামীণ ব্যাঙ্কে নিয়োগের এই পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা হবে অগস্টে এবং মেইন পরীক্ষা হবে সেপ্টেম্বরে। ইনস্টিটিউট অব ব্যাঙ্কিং পার্সনেল সিলেকশন (আই বি পি এস) এই পরীক্ষার আয়োজক। এটি একটি স্বশাসিত সংস্থা। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষাকেন্দ্র রয়েছে। পরীক্ষাটি হবে অনলাইন মোডে। অনলাইন পরীক্ষায় সফলদের একটি স্কোর বোর্ড দেবে আই বি পি এস। এটি একটি নির্দিষ্ট তারিখ পর্যন্ত বৈধ থাকবে। পরীক্ষায় যাঁরা উত্তীর্ণ হওয়ার পর গ্রুপ ডিসকাশন, ইন্টারভিউ প্রভৃতির মাধ্যনমে চূড়ান্ত বাছাই করা হবে। আই বি পি এস এবং ন্যাবার্ডের সহায়তায় রিজিওনাল রুর্যাল ব্যাঙ্কগুলি ইন্টারভিউ পরিচালনা করবে। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট রাজ্যের ভাষা জানতে হবে।
advertisement
advertisement
শিক্ষাগত যোগ্যতা
অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য: প্রার্থীদের যে কোনও শাখায় স্নাতক হতে হবে। সেই সঙ্গে কম্পিউটারের ব্যবহার জানতে হবে। পাশাপাশি স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে। এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজবেন্ড্রি, ভেটেনারি সায়েন্স, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, পিসি কালচার, এগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড কো-অপারেশন, ইনফর্মেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট, ল ইকনমিক্স এবং অ্যাকাউন্টেন্সির মধ্যে যে-কোনও একটি বিষয়ে স্নাতকদের অগ্রাধিকার।
advertisement
অফিসার স্কেল: প্রার্থীদের অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানে অফিসার পদে ২ বছরেরে কাজরে অভিজ্ঞতা থাকতে হবে।
মার্কেটিং অফিসার: মার্কেটিংয়ে এমবিএ এবং সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ল অফিসার: আবেদনকারী প্রার্থীদের অন্তত ৫০ শতাংশ নম্বর-সহ আইনে স্নাতক হতে হবে। সেইসঙ্গে অ্যাডভোকেট হিসেবে ২ বছর ল-প্র্যাকটিস করে থাকতে হবে। অথবা কোনও ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানে ল অফিসার হিসেবে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
advertisement
আইটি: অন্তত ৫০ শতাংশ নম্বর-সহ ইলেক্রনিক্স, কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, ইনফর্মেশন টেকনোলজি বা সমতুল্য কোনও বিষয়ে স্নাতক হতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে কাজের অন্তত ১ বছেরের অভিজ্ঞতা থাকতে হবে। PHP, ASP, c++, JAVA, VB, VC, OCP- বিষয়গুলিতে সার্টিফিকেট কোর্স করে থাকলে প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
advertisement
জেনার্যাল ব্যাঙ্কিং অফিসার: ৫০ শতাংশ নম্বর-সহ এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজবেন্ড্রি, ভেটেনারি সায়েন্স, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, পিসি কালচারের মধ্যে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট কাজে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
শূন্যপদের সংখ্যা-সহ আবেদনের প্রক্রিয়ার বিস্তারিত বিবরণ জানতে অফিসিয়াল ওয়েবসাইট www.ibps.in-এ আবেদন করতে হবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
June 10, 2023 4:18 PM IST