IBPS PO 2023 recruitment: ব্যাঙ্কের চাকরি করতে চান? IBPS- এ চলছে প্রচুর নিয়োগ, এখনই আবেদন করুন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
ইচ্ছুক প্রার্থীরা IBPS- এর অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারেন। অনলাইন অ্যাপ্লিকেশন পাঠানোর শেষ দিন ২১ অগাস্ট।
ব্যাঙ্কের পরীক্ষার জন্য যাঁরা প্রস্তুতি নিচ্ছেন তাঁদের জন্য সুখবর। দ্য ইনস্টিটউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন (IBPS)- এ নিয়োগ করতে চলেছে। প্রবিশানারি অফিসার এবং ম্যানেজমেন্ট ট্রেনি পদে নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীরা IBPS- এর অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারেন। অনলাইন অ্যাপ্লিকেশন পাঠানোর শেষ দিন ২১ অগাস্ট।
প্রিলিমিনারি পরীক্ষার কল লেটার 2023 সালের সেপ্টেম্বরে প্রকাশিত হবে। প্রবেশনারি অফিসার/ম্যানেজমেন্ট ট্রেনিদের পদের জন্য পরবর্তী সাধারণ নিয়োগ প্রক্রিয়ার (CRP) জন্য প্রাথমিক অনলাইন পরীক্ষা সেপ্টেম্বর/অক্টোবর ২০২৩-এ অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষণা করা হবে এবছর অক্টোবরে। প্রধান পরীক্ষা নভেম্বর ২০২৩-এ অনুষ্ঠিত হবে।
advertisement
শূন্যপদ
৩০৪৯ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে৷
বয়সসীমা
আবেদনকারী প্রার্থীদের বয়স ২০ থেকে ৩০ বছর হতে হবে৷
advertisement
আবেদন ফি
জেনারেল প্রার্থীদের জন্য আবেদনের ফি ৮৫০ টাকা
SC/ST/PwBD প্রার্থীদের জন্য আবেদন ফি ১৭৫ টাকা৷
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারী প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে৷ প্রার্থীদের বৈধ মার্ক-শীট অথবা ড্রিগ্রি সার্টিফিকেট জমা দিতে হবে।
advertisement
কীভাবে আবেদন করবেন?
আইবিপএসের অফিসিয়াল ওয়েবসাইট ibps.in-এ যান।
হোমপেজে গিয়ে, PO/MT পোস্ট 2023-এর লিঙ্কে ক্লিক করুন
আবেদন পত্র রেজিস্টার করুন এবং এগিয়ে যান
আবেদনপত্র পূরণ করুন
সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করুন
আবেদন ফি জমা দিন
ফর্ম ডাউনলোড করুন একটি প্রিন্টআউট নিন।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 01, 2023 7:27 PM IST