Hindustan Unilever Recruitment 2023: হিন্দুস্তান ইউনিলিভারে বিরাট পদে চাকরির সুযোগ, ফ্রেশাররাও আবেদন করুন
- Published by:Sayani Rana
Last Updated:
দুটি পদের নিয়োগ হবে ফিনান্স এক্সিকিউটিভ ও সিনিয়র ফিনান্স এক্সিকিউটিভ পদে। ফ্রেশাররাও আবেদন করতে পারবে।
কলকাতা: হিন্দুস্তান ইউনিলিভার এমবিএ চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ করা হবে। শূন্যপদ অনুসারে দেশের কয়েকটি শহরে নিয়োগ হবে। দুটি পদের নিয়োগ হবে ফিনান্স এক্সিকিউটিভ ও সিনিয়র ফিনান্স এক্সিকিউটিভ পদে। ফ্রেশাররাও আবেদন করতে পারবে। এই নিয়োগের জব আইডি নম্বর: R-54046.
হিন্দুস্তান ইউনিলিভার আমাদের রোজকার জীবনযাপনের সঙ্গে যুক্ত নানা ভোগ্যপণ্য উৎপাদন ও বিপণন করে থাকে। এই সংস্থার সদর দফর মুম্বইয়ে। হিন্দুস্তান ইউনিলিভার বিট্রিশ বহুজাতিক সংস্থা হিন্দুস্তান ইউনিলিভারের অধীনস্থ একটি সংস্থা।
advertisement
সংশ্লিষ্ট যে দুই পদের নিয়োগ করা হবে তাদের মূল দায়িত্ব ফিনান্স স্ট্র্যাটেজির রূপায়ণ, বাস্তবায়ন এবং ফিনান্স বিষয়ক সমস্যার সমাধান করা। এমবিএ ডিগ্রিধারী ও চাটার্ড অ্যাকাউন্ট্যান্টরা আবেদন করতে পারেন। অভিজ্ঞরা সিনিয়র ফিনান্স এক্সিকিউটিভ পদে আবেদন করতে পারেন। অনভিজ্ঞরাও আবেদন করতে পারবেন।
advertisement
দরখাস্ত করবেন এই ওয়েবসাইটের মাধ্যমে: https://careers.unilever.com ওয়েবসাইটে পদ-সংলগ্ন 'অ্যাপ্লাই' উইন্ডোর মাধ্যমে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। খুঁটিনাটি তথ্য পাবেন এই ওয়েবসাইটেই।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 17, 2023 1:02 PM IST