Group D Recruitment Scam || SSC: গ্রুপ D নিয়োগ দুর্নীতিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পথেই এবার বিচারপতি বসু! OMR নিয়ে যা নির্দেশ...

Last Updated:

Group D Recruitment Scam || SSC: বিচারপতি বিশ্বজিৎ বসুর মন্তব্য, 'পড়ুয়াদের কথা না ভেবে টাকা দিয়ে চাকরি পেয়েছে, আবার আদালতে এসে এত কথা বলছে। এই গ্রুপ ডি চাকরি প্রাপকদের জন্য আমি কোনও সহানুভূতি দেখাতে পারবো না।'

গ্রুপ ডি নিয়োগ দুর্নীতিতে নির্দেশ বিচারপতি বসু
গ্রুপ ডি নিয়োগ দুর্নীতিতে নির্দেশ বিচারপতি বসু
কলকাতা: গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির বিচারে এক পথে দুই বিচারপতি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পাশে বিচারপতি বিশ্বজিৎ বসু। গ্রুপ ডি নিয়োগ দুর্নীতিতে অনুরূপ নির্দেশ বিচারপতি বসু'র। ৪৪৮৭ বিকৃত OMR প্রকাশের নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মেনে ৩১ জানুয়ারির মধ্যে ৪৪৮৭ বিকৃত OMR এসএসসি ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ।
লিপিকা সাধুখাঁ মামলায় আজ এই নির্দেশ দেওয়া হয়। এর আগে ১৩ জানুয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন,৩১ জানুয়ারি মধ্যে গ্রুপ ডি বিকৃত ৪৪৮৭ টি ওএমআর শিট ওয়েবসাইটে প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। লক্ষ্মী টুংগা মামলায় ওই নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি এই মামলাতেই গ্রুপ ডি বেআইনি নিয়োগ রহস্যের আর্থিক লেনদেন খুঁজে বার করতে ED ( Enforcement Directorate)  কে মামলায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন।
advertisement
advertisement
বিচারপতি বিশ্বজিৎ বসুর মন্তব্য, "পড়ুয়াদের কথা না ভেবে টাকা দিয়ে চাকরি পেয়েছে, আবার আদালতে এসে এত কথা বলছে। এই গ্রুপ ডি চাকরি প্রাপকদের জন্য আমি কোনও সহানুভূতি দেখাতে পারব না।"
এসএসসি আইনজীবীকে  প্রশ্ন বিচারপতির, "সব অবৈধ চাকরি প্রাপককে সরিয়ে দিলে কত দ্রুত সেই শূন্যপদে নিয়োগ সম্ভব? এদের সরাতে কেন নিজেরাই উদ্যোগী হচ্ছে না এসএসসি?" লক্ষ্মী টুংগা মামলাকারীর আইনজীবী ফিরদৌস সামিম জানান, ইতিমধ্যেই বিকৃত OMR শিট এর সিবিআই রিপোর্টের সত্যতা সামনে এসেছে। আদালতের নির্দেশে বৈঠক হয় সেখানেই এসএসসি মেনে নিয়েছে ১০০  ওএমআর বিকৃতি তথ্য। এরও আগে সঞ্জীব মাইতি মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসু সিবিআই-এর কাছে রিপোর্ট চায় গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি নিয়ে। নিয়ম ভেঙে নিয়োগ হলে প্যানেল বাতিলের হুঁশিয়ারি দেন তখন বিচারপতি বসু।
advertisement
গ্রুপ ডি চাকরিপ্রার্থী সঞ্জীব মাইতির আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত জানান, "বিকৃত OMR শিট নিয়ে দুই বিচারপতি কড়া অবস্থান দেখিয়েছে।  সন্দীপ প্রসাদের মামলায় প্রথম নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগে'র সুপারিশ এই মামলার অন্যতম প্রামাণ্য নথি। ৮ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানিতে বিষয়টি আরও স্পষ্ট হবে।"
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
Group D Recruitment Scam || SSC: গ্রুপ D নিয়োগ দুর্নীতিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পথেই এবার বিচারপতি বসু! OMR নিয়ে যা নির্দেশ...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement