Government Job News: ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করছে এই সংস্থা, বিশদে জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Written by:Trending Desk
Last Updated:
Government Job News: ৩১.০৫.২০২৩. তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। পরের ধাপে সেই আবেদনপত্রের প্রিন্ট আউট প্রয়োজনীয় নথিসহ ডাকযোগে পাঠাতে হবে।
নয়াদিল্লি: সম্প্রতি এনএইচপিসি লিমিটেডের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা এনএইচপিসি লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
এনএইচপিসি রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। ৩১.০৫.২০২৩. তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। পরের ধাপে সেই আবেদনপত্রের প্রিন্ট আউট প্রয়োজনীয় নথিসহ ডাকযোগে পাঠাতে হবে ২১.০৬.২০২৩. তারিখের মধ্যে। এর পরে পাঠানো আবেদন বাতিল করে দেওয়া হবে।
advertisement
advertisement
এনএইচপিসি রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট ২৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: B.Tech পড়েছেন? আপনার জন্য অপেক্ষা করছে NTPC, জানুন আবেদনের পদ্ধতি
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | এনএইচপিসি লিমিটেড |
পদের নাম: | ট্রেড অ্যাপ্রেন্টিস |
কাজের স্থান: | অসম |
শূন্যপদের সংখ্যা: | ২৫ |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অফলাইন |
আবেদনের শেষ তারিখ: | অনলাইন- ৩১.০৫.২০২৩, অফলাইন- ২১.০৬.২০২৩ |
advertisement
এনএইচপিসি রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকা আবশ্যক।
এনএইচপিসি রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা
উপরে উল্লিখিত পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
এনএইচপিসি রিক্রুটমেন্ট ২০২৩: ভাতা
নির্বাচিত প্রার্থীরা ৭৭০০ টাকা মাসিক ভাতা পাবেন।
এনএইচপিসি রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি
প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। পরের ধাপে তার প্রিন্ট আউট নিয়ে প্রয়োজনীয় নথিসহ এই ঠিকানায় পাঠাতে হবে, ‘General Manager (HR), Subansiri Lower H.E. Project, NHPC Office Complex, Gerukamukh, Dhemaji, Assam- 787035’।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 25, 2023 11:41 AM IST