Government Job News: মাধ্যমিক পাশ করলেই সরকারি চাকরি, দারুণ এই সুযোগ হাতছাড়া করবেন না
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
Government Job News: বনমন্ত্রকে গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে নিয়োগ করতে চলেছে। রয়েছে মোটা টাকা বেতন পাওয়ার সুযোগ।
দুর্গাপুর: সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ফের নিয়োগ করতে চলেছে বনমন্ত্রক। বনমন্ত্রকে গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে নিয়োগ করতে চলেছে। রয়েছে মোটা টাকা বেতন পাওয়ার সুযোগ। শূন্যপদের সংখ্যা উড়েছে অনেকগুলি ইতিমধ্যে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যদিও এই নিয়োগ করবে কেন্দ্রীয় সরকার অর্থাৎ কেন্দ্র সরকারের Ministry of Environment, Forest and Climate Change দফতরের অধীনস্থ Wildlife Institute of India এই নিয়োগ করবে। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
যে কোনও শিক্ষিত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকলে আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই আপনাকে ভারতের স্থায়ী বাসিন্দা হবে। ভারতের যেকোনও রাজ্য থেকে করা যাবে আবেদন। নারী-পুরুষ নির্বিশেষে সকলেই আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: ১০ বছর পর ৬ ঘণ্টা ‘মুক্তি’, ঢাকুরিয়ার বাড়িতে মায়ের কাছে কী কী খেলেন দেবযানী?
যে যে পদগুলিতে নিয়োগ করা হবে
advertisement
advertisement
১. Multi Tasking Staff
২. Technician
৩. Assistant Grade III
৪. Technical Assistant
৫. Assistant Diarector
পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা
১. মাল্টি টাস্কিং স্টাফ এবং টেকনিশিয়ান পদে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস হতে হবে। পাশাপাশি আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।
advertisement
আরও পড়ুন: হিমাচলে ভারী বৃষ্টি-ধস-হড়পা বানে প্রাণ গেল ৬ জনের! নেই কোনও হোটেল, ১৫ কিমি লম্বা জ্যাম রাস্তায়
২. Assistant Grade III পদে আবেদনের জন্য প্রার্থীকে যে কোনও স্বীকৃত বোর্ড থেকে নূন্যতম মাধ্যমিক পাস করতে হবে। সমস্ত বিষয় মিলিয়ে ৫০ শতাংশের ওপর নম্বর থাকতে হবে। সেই সঙ্গে দু’বছরের আইটি কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে।
advertisement
৩. Technical Assistant এবং Senior Technical Officer পদ গুলিতে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম স্নাতক হতে হবে। সিনিয়র টেকনিক্যাল অফিসার পদে আবেদনের জন্য সঙ্গে থাকতে হবে ১১ বছরের কাজের অভিজ্ঞতা। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে আবেদনের বয়সসীমা ১৮ থেকে ২৮ বছর। সিনিয়র টেকনিক্যাল অফিসার পদে আবেদনের বয়সসীমা ১৮ থেকে ৪০ বছর।
advertisement
৪. Assistant Diarector পদের জন্য আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি বা ইংরেজি বিষয়ে মাস্টার ডিগ্ৰি সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।
আবেদনের পদ্ধতি
ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে। তার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। তারপর আবেদনের ফর্মটি A4 পেজে ডাউনলোড করে নিতে হবে। তারপর আবেদনের ফর্মটি ভালোভাবে পূরণ করে পাঠিয়ে দিতে তবে নির্দিষ্ট ঠিকানায়। আবেদন পত্রের সঙ্গে জুড়ে দিতে হবে গুরুত্বপূর্ণ নথি গুলি।
advertisement
অফিসিয়াল ওয়েবসাইট – https://wii.gov.in
আবেদনপত্র ডাউনলোডের লিঙ্ক –
https://wii.gov.in/staff_recruitment_may_2023
প্রার্থী বাছাই প্রক্রিয়া
এক্ষেত্রে আবেদনকারীদের প্রথমে একটি ১০০ নম্বরের MCQ ধরনের পরীক্ষা দিতে হবে। সেখানে উত্তীর্ণ পরীক্ষার্থীদের পরবর্তী ইন্টারভিউ বা কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে।
আবেদন মূল্য
সাধারণ আবেদনকারীকে এই সমস্ত পদগুলিতে আবেদনের জন্য ৭০০ টাকা মূল্য দিতে হবে। সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য আবেদন মূল্য দিতে হবে ২০০ টাকা।
advertisement
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা –
To,
The Diarector,
Wildlife Institute of India,
Chandrabani, Dehradun,
Uttarakhand
আবেদনের শেষ তারিখ
চলতি মাসের ৩০ জুন, ২০২৩ পর্যন্ত আবেদন করা যাবে। অর্থাৎ এই তারিখের মধ্যে আবেদন পত্রটি পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
(Nayan Ghosh)
Location :
Kolkata,West Bengal
First Published :
June 26, 2023 7:58 PM IST