টেটের অঙ্ক প্রশ্নে ‘টেকনিক্যাল ভুল’, স্বীকার পর্ষদের, ব্যবস্থারও আশ্বাস

Last Updated:

গৌতম পাল বলেন, আমাদের অনেকরকম সমস্যার মুখে পড়তে হয়৷ আগের টেট নিয়ে অনেকগুলি কেস আছে, প্রতিবন্ধকতা আছে৷

#কলকাতা: টেট কী কোনওরকম সমস্যা ছাড়াই উতরে যাবে, তা নিয়ে নানা মহলে প্রশ্ন থাকলেও বড় কোনও সমস্যা ছাড়াই ১১ ডিসেম্বর প্রাথমিকের টেট শেষ হয়েছে৷ তবে তার মধ্যেও একটি সমস্যা থেকেই গিয়েছে৷ একটি সেটের প্রশ্নে অঙ্কের একটি প্রশ্নে ‘টেকনিক্যাল সমস্যা’ ছিল বলে অনেকে মত প্রকাশ করেন৷ সোমবার সাংবাদিক বৈঠক করে সে কথা স্বীকার করে নিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল৷
তিনি সাংবাদিক বৈঠক থেকে বললেন, ‘‘অঙ্কের একটি প্রশ্নে টেকনিক্যাল ফল্ট হয়েছিল৷ পরীক্ষা চলাকালীন অনেকে আমাকে ফোন করেছিলেন অনেকেই৷ বাংলা ভাষার যে প্রশ্ন, তার এটি সিরিজে সমস্যা হয়েছিল৷ যাঁদের কাছে এই সিরিজের প্রশ্ন গিয়েছিল, তাঁদের স্বার্থে পর্ষদ ব্যবস্থা নেবে৷’’ অর্থাৎ, পুরোপুরি নির্বিঘ্নে সম্পন্ন হল না এ বারের টেটও৷ একটি প্রশ্ন বিঘ্ন ঘটার সমস্যা রয়েই গেল৷
advertisement
advertisement
আরও পড়ুন: আজ সেই ১২ ডিসেম্বর, মিলবে শুভেন্দুর ভবিষ্য়দ্বাণী? বঙ্গ রাজনীতিতে জল্পনা তুঙ্গে
গৌতম অতীত মনে করিয়ে দিয়ে আরও বলেন, ‘‘অতীতে টেট-এর প্রশ্নে ভুল ছিল৷ তার জন্য পরীক্ষার্থীরা নম্বরও পেয়েছেন৷ বোর্ডের একটি অ্যাডহক কমিটি আছে৷ সেই বৈঠকে এই প্রশ্ন ভুল-এর টেকনিক্যাল সমস্যা-এর কথা জানাব৷ রেজাল্টের আগেই আমরা জানাব, এই প্রশ্নের উত্তর দিলে কী হবে, তবে মনে রাখতে হবে, এটা প্রশ্নে ভুল নয়, ছাপার ভুল৷’’
advertisement
নিয়োগ প্রশ্নে তিনি আবারও বলেন, ‘‘আমরা চাইছি দ্রুত নিয়োগ করতে৷ সরকার আমাকে বলেছে, এই বছরের মধ্যে নিয়োগ করতে৷ আমাদের অনেকরকম সমস্যার মুখে পড়তে হয়৷ আগের টেট নিয়ে অনেকগুলি কেস আছে, প্রতিবন্ধকতা আছে৷’’ তবে, এখন পর্ষদের মূল লক্ষ্য যত দ্রুত সম্ভব নিয়োগ দিয়ে দেওয়া যায়, সেটাও মনে করিয়ে দেন তিনি৷
বাংলা খবর/ খবর/চাকরি/
টেটের অঙ্ক প্রশ্নে ‘টেকনিক্যাল ভুল’, স্বীকার পর্ষদের, ব্যবস্থারও আশ্বাস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement