GAIL Recruitment 2022: জিএআইএল ইন্ডিয়া লিমিটেডে ম্যানেজার-অফিসার-ইঞ্জিনিয়ার নিয়োগ, জানুন বিশদে
- Published by:Teesta Barman
Last Updated:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৫ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে।
#নয়াদিল্লি: সম্প্রতি জিএআইএল ইন্ডিয়া লিমিটেডের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ম্যানেজার, সিনিয়র ইঞ্জিনিয়ার, সিনিয়র অফিসার এবং অন্যান্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা জিএআইএল ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
জিএআইএল রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৫ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
জিএআইএল রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৫১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
ম্যানেজার: ৬টি পদ
সিনিয়র ইঞ্জিনিয়ার: ১৪টি পদ
সিনিয়র অফিসারঃ ২৬টি পদ
অফিসার: ৫টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য
advertisement
সংস্থা | জিএআইএল ইন্ডিয়া লিমিটেড |
পদের নাম | ম্যানেজার, সিনিয়র ইঞ্জিনিয়ার, সিনিয়র অফিসার এবং অন্যান্য |
শূন্যপদের সংখ্যা | ৫১ |
কাজের স্থান | ভারত |
কাজের ধরন | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ১৫.১০.২০২২ |
advertisement
জিএআইএল রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতা
স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিংয়ে সিএ/সিএমএ/বি কম ডিগ্রি বা মাস্টার্স থাকতে হবে। এছাড়াও প্রাসঙ্গিক ক্ষেত্রে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
ওবিসি (এনসিএল), এসসি/এসটি/পিডব্লুবিডি ক্যাটাগরির প্রার্থীরা আবেদনের যোগ্য।
জিএআইএল রিক্রুটমেন্ট ২০২২: বয়সসীমা
ম্যানেজার: ৩৪ বছর
advertisement
সিনিয়র ইঞ্জিনিয়ার এবং সিনিয়র অফিসার: ২৮ বছর
অফিসার (ল্যাবরেটরি): ৩২ বছর
অফিসার (সিকিউরিটি): ৪৫ বছর
অফিসার (সরকারি ভাষা): ৩৫ বছর
সংরক্ষিত বিভাগের প্রার্থীদের বয়সসীমায় ছাড় দেওয়া হয়েছে।
জিএআইএল রিক্রুটমেন্ট ২০২২: আবেদন ফি
অনলাইন আবেদন জমা দেওয়ার সময়, ওবিসি (এনসিএল) বিভাগের প্রার্থীদের ২০০ টাকা, অন্য দিকে এসসি/এসটি/পিডব্লুবিডি ক্যাটাগরির প্রার্থীদের আবেদন ফি প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
advertisement
জিএআইএল রিক্রুটমেন্ট ২০২২: আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের অনলাইনেই www.gailonline.com আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের অন্য কোনও উপায়/মোড গ্রহণ করা হবে না।
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের লিঙ্কে https://www.gailonline.com/careers/currentOpnning/GAILOPENSRD32021DETAILEDADVT16092022NEW.pdf ক্লিক করে দেখতে পারেন।
view commentsLocation :
First Published :
September 20, 2022 11:45 PM IST