Enforcement Directorate Recruitment 2022: ইডি দফতরে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ) অ্যাপ্রেন্টিস নিয়োগ, জানুন বিশদে
Last Updated:
প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ৪৫ দিনের মধ্যে আবেদন করতে হবে।
#নয়াদিল্লি: সম্প্রতি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিসের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ) পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু ৮ ডিসেম্বর, ২০২২ তারিখ থেকে। প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ৪৫ দিনের মধ্যে আবেদন করতে হবে।প্রার্থীদের অফলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: IAF Recruitment 2022 : ভারতীয় বিমান বাহিনীর অধীনে ১০৮ পদে নিয়োগ! কী ভাবে আবেদন করবেন, জানুন বিশদে
advertisement
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ২টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
প্রার্থীদের মিনিস্ট্রিয়াল হেড-কোয়ার্টার, নয়াদিল্লিতে নিয়োগ করা হবে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | এনফোর্সমেন্ট ডিরেক্টরেট |
পদের নাম | অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ) |
শূন্যপদের সংখ্যা | ২ |
কাজের স্থান | মিনিস্ট্রিয়াল হেড-কোয়ার্টার, নয়াদিল্লি |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | বিজ্ঞপ্তি প্রকাশের ৪৫ দিনের মধ্যে |
advertisement
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রিক্রুটমেন্ট ২০২২: নির্বাচন প্রক্রিয়া
ডেপুটেশন ভিত্তিতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে নির্বাচন করার জন্য প্রার্থীদের প্রথমে স্ক্রিনিং ও পরে ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।
আরও পড়ুন: কোন পরীক্ষা কেন্দ্রে কী হচ্ছে? লাইভ কভারেজে ছবি আসবে পর্ষদে, নজিরবিহীন ব্যবস্থা টেট নিয়ে
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রিক্রুটমেন্ট ২০২২: বেতন
প্রার্থীদের পে ম্যাট্রিক্স লেভেল ১০ অনুযায়ী মাসিক ৫৬১০০ টাকা থেকে ১৭৭৫০০ টাকা পর্যন্ত বেতন নির্ধারণ করা হয়েছে।
advertisement
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রিক্রুটমেন্ট ২০২২: বয়সসীমা
বয়স ৫৬ বছরের মধ্যে হতে হবে।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতা
কেন্দ্রীয় সরকার/ রাজ্য সরকার/ কেন্দ্র শাসিত অঞ্চল/ স্বীকৃত গবেষণা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়/ সরকারি পাবলিক সেক্টর আন্ডারটেকিংস (পিএসইউ)/ স্ট্যাচুটারি বোর্ড বা স্বায়ত্তশাসিত সংস্থার অধীনস্থ অফিসাররা এই পদে আবেদনের যোগ্য।
এছাড়াও যে সকল প্রার্থীরা-
১। যাঁরা প্যারেন্ট ক্যাডার বা বিভাগে নিয়মিত পদে কাজ করেছেন তাঁরা আবেদনের যোগ্য।
advertisement
২। যাঁরা অফিসার হিসেবে দায়িত্ব সামলেছেন তাঁরা আবেদনের যোগ্য।
৩। যাঁরা যথাযথ ভাবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে বাধ্যতামূলক বা ইলেকটিভ বিষয় হিসাবে ইংরেজি সহ হিন্দিতে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা তার সমতুল্য ইনস্টিটিউট থেকে হিন্দি মাধ্যমে হিন্দি বা ইংরেজি ব্যতীত অন্য কোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন এবং ইংরেজি একটি ইলেকটিভ বা বাধ্যতামূলক বিষয় হিসেবে কোর্সের অন্তর্ভুক্ত ছিল তাঁরা আবেদনের যোগ্য।
advertisement
৪। যাঁরা যথাযথ ভাবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা সমতুল্য ইনস্টিটিউট থেকে হিন্দি বা ইংরেজি ছাড়া অন্য কোনও বিষয়ে ইংরেজি মাধ্যম থেকে ইলেকটিভ বা বাধ্যতামূলক বিষয় হিসেবে হিন্দি সহ স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন তাঁরা আবেদনের যোগ্য।
অথবা,
যাঁরা যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে হিন্দি বা ইংরেজি ছাড়া অন্য যে কোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সহ ইলেকটিভ বিষয় হিসেবে হিন্দি এবং ইংরেজি সহ উত্তীর্ণ হয়েছেন তারা আবেদনের যোগ্য।
৫। যাঁদের হিন্দিতে পরিভাষা বা টার্মিনোলজিক্যাল কাজের ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁরা আবেদন করতে পারবেন। যাঁরা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের অধীনে ইংরেজি থেকে হিন্দিতে অনুবাদের কাজ বা হিন্দি থেকে ইংরেজিতে অনুবাদের কাজ করেছেন, বিশেষ করে টেকনিক্যাল বা সায়েন্টিফিক অনুবাদের কাজ, তাঁরা আবেদনের যোগ্য।
স্বায়ত্তশাসিত সংস্থা, পাবলিক সেক্টর বা স্বীকৃত গবেষণা বা শিক্ষা প্রতিষ্ঠানের অধীনে হিন্দি এবং ইংরেজিতে শিক্ষাদান বা হিন্দি বা ইংরেজিতে ন্যূনতম ৩ বছরের গবেষণার অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থীরা আবেদনের যোগ্য।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রিক্রুটমেন্ট ২০২২: আবেদন পদ্ধতি
প্রার্থীদের ক্যাডার কন্ট্রোলিং অথরিটি দ্বারা জারি করা নো-অবজেকশন সার্টিফিকেট সহ আবেদন করতে হবে। আবেদনপত্র প্রকাশের ৪৫ দিনের মধ্যে প্রার্থীদের আবেদন করতে হবে।
এসিআর/আপিএআর, নো-অবজেকশন সার্টিফিকেট ইত্যাদির সঙ্গে যথাযথ ভাবে সম্পন্ন করা আবেদনপত্র সিল করে পাঠাতে হবে। এনভেলাপের ওপর ‘“Application for the Post of Assistant Director (Official Language) in the Enforcement Directorate” লিখতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা, ‘Joint Director (Administration), Directorate of Enforcement, Pravartan Bhawan, Dr A.P.J. Kalam Road, New Delhi 110 001’।
view commentsLocation :
First Published :
December 12, 2022 8:41 PM IST