DRDO DIPAS Apprentice Recruitment 2022: ডিআরডিও-র অধীনে বিভিন্ন পদে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! বিস্তারিত জানতে পড়ুন
- Published by:Rachana Majumder
Last Updated:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩০ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে।
সম্প্রতি ডিআরডিও ডিফেন্স ইনস্টিটিউট অফ ফিজিওলজি অ্যান্ড অ্যালাইড সায়েন্সেসের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে DRDO.GOV.IN গিয়ে খোঁজ নিতে পারেন।
ডিআরডিও ডিআইপিএএস অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট ২০২২:
আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩০ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
ডিআরডিও ডিআইপিএএস অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট ২০২২:
শূন্য পদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ১৭টি শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ডিআরডিও ডিফেন্স ইনস্টিটিউট অফ ফিজিওলজি অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস |
পদের নাম | অ্যাপ্রেন্টিস |
শূন্য পদের সংখ্যা | ১৭ |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ৩০.১১.২০২২ |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
কাজের স্থান | ভারত |
advertisement
ডিআরডিও ডিআইপিএএস অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতা
যে সকল প্রার্থীদের স্নাতক বা ডিপ্লোমা রয়েছে, যাঁরা প্রতিষ্ঠান-প্রদত্ত যোগ্যতার মানদণ্ড পূরণ করেছেন এবং এক বছর বা তার বেশি সময়ের জন্য যাঁদের ট্রেনিং বা চাকরির অভিজ্ঞতা রয়েছে, তাঁরা আবেদনের যোগ্য নন।
ডিআরডিও ডিআইপিএএস অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট ২০২২:
নির্বাচন প্রক্রিয়া
view commentsপ্রার্থীদের শুধুমাত্র মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে (প্রয়োজনীয় যোগ্যতা/ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে)। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদের পরবর্তী পদক্ষেপের বিষয়ে অবহিত করা হবে। নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় "মেডিকেল ফিটনেস সার্টিফিকেট" জমা দিতে হবে। প্রার্থীরা ডিআরডিও-র অফিসিয়াল সাইটের মাধ্যমে নিয়োগ সম্পর্কিত বিশদ বিবরণ জানতে পারেন।
Location :
First Published :
November 16, 2022 6:01 PM IST