Department of Revenue Recruitment 2023: কেন্দ্রীয় সরকারি চাকরির সুবর্ণ সুযোগ! দেরি না-করে আজই আবেদন করুন
- Published by:Ankita Tripathi
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। আবেদনের শেষ দিন হল আগামী ৩১ মে, ২০২৩ তারিখ।
সম্প্রতি অর্থ মন্ত্রকের ডিপার্টমেন্ট অফ রেভেনিউ (ডিওআর)-এর তরফে এক বিজ্ঞপ্তি জারি করে কনসালটেন্ট পদে (সিনিয়র প্রাইভেট সেক্রেটারি এবং প্রাইভেট সেক্রেটারি লেভেল) নিয়োগের জন্য অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
ডিপার্টমেন্ট অফ রেভেনিউ রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। আবেদনের শেষ দিন হল আগামী ৩১ মে, ২০২৩ তারিখ। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
ডিপার্টমেন্ট অফ রেভেনিউ রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
advertisement
প্রতিষ্ঠানের তরফে মোট ৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
সিনিয়র পার্সোনাল সেক্রেটারি – ২টি পদ
পার্সোনাল সেক্রেটারি – ৩টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ডিপার্টমেন্ট অফ রেভেনিউ |
পদের নাম | কনসালটেন্ট |
শূন্যপদের সংখ্যা | ৫ |
কাজের স্থান | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অফলাইন এবং অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ৩১.০৫.২০২৩ |
advertisement
ডিপার্টমেন্ট অফ রেভেনিউ রিক্রুটমেন্ট ২০২৩: বেতনক্রম
সিনিয়র পার্সোনাল সেক্রেটারি – পে লেভেল ০৮/ সমতুল্য
পার্সোনাল সেক্রেটারি – পে লেভেল ০৭/ সমতুল্য
যাতায়াত সংক্রান্ত ভাতা – ৩০০০ টাকা
পেনশন সংক্রান্ত বিষয় – অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক সংশ্লিষ্ট পদে নিযুক্ত হওয়ার পরেও পেনশন এবং পেনশনের উপর ডিয়ারনেস অ্যালাওয়েন্সের সুবিধা ভোগ করতে পারবেন।
advertisement
ডিপার্টমেন্ট অফ রেভেনিউ রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা
আবেদনকারী প্রার্থীদের বয়সের উর্ধ্বসীমা ৬৩ বছর।
ডিপার্টমেন্ট অফ রেভেনিউ রিক্রুটমেন্ট ২০২৩: নিয়োগের মেয়াদ
প্রার্থীদের ১ বছরের মেয়াদে চুক্তির ভিত্তিতেই নিয়োগ করা হবে।
advertisement
ডিপার্টমেন্ট অফ রেভেনিউ রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি
আবেদন ফর্ম পূরণ করে জরুরি নথি-সহ প্রার্থীরা ই-মেল মারফত এই ঠিকানায় registrar-atfp@gov.in পাঠাতে পারেন। অথবা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে পারেন এই ঠিকানায় Registrar, Appellate Tribunal, A Wing, 4th Floor, Lok Nayak Bhawan, Khan Market, New Delhi – 110023।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 06, 2023 1:09 PM IST