SET Examination:কলেজে নিয়োগের বড় খবর! সেট পরীক্ষার তারিখ ঘোষণা করল কলেজ সার্ভিস কমিশন
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
মঙ্গলবার দুপুর থেকে আবেদনপত্র অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। আগামী বছরের ৮ জানুয়ারি হবে সেট পরীক্ষা।
#কলকাতা: রাজ্যের কলেজগুলির অধ্যাপক নির্ণয়ের যোগ্যতামান পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হল। সেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করল কলেজ সার্ভিস কমিশন। মোট ৩৩টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। মঙ্গলবার দুপুর থেকে আবেদনপত্র অনলাইনে মাধ্যমে জমা করতে পারবেন। আগামী বছরের ৮ জানুয়ারি হবে সেট পরীক্ষা।
যে গুরুত্বপূর্ণ তারিখগুলি কলেজ সার্ভিস কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, এই বছর ১৬ অগাস্ট থেকে, অর্থাৎ মঙ্গলবার থেকে ফর্ম জমা করা যাবে। ফর্ম জমা করা যাবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। পরীক্ষার তারিখ রয়েছে আগামী বছর, অর্থাৎ ২০২৩ সালের ৮ জানুয়ারি। কলেজ সার্ভির কমিশনের পক্ষ থেকে যে নির্দেশনামা দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, যে সমস্ত প্রার্থীরা স্নাতকোত্তর স্তরে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর নিয়ে পাশ করেছেন, তাঁরা পরীক্ষায় বসতে পারবেন।
advertisement
advertisement
২০২৩ সালের ৮ জানুয়ারি, রবিবার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট দুটি পত্রে পরীক্ষা হবে। একটি পত্রে থাকবে ১০০ নম্বরের প্রশ্ন। সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে এই প্রথম পত্রের পরীক্ষা হবে। এ ছাড়া দ্বিতীয় পত্র শুরু হবে বেলা ১২টা থেকে। সেই পত্রের পূর্ণমান থাকবে ২০০। মোট সময় পাওয়া যাবে দু-ঘণ্টা। অর্থাৎ ১২টা থেকে দুটো পর্যন্ত। দুটি পরীক্ষার পত্রেই থাকবে অবজেক্টিভ টাইপ প্রশ্ন। প্রতিটি প্রশ্নের পূর্ণমান থাকবে ২ করে।
advertisement
সোমরাজ বন্দ্য়োপাধ্যায়
view commentsLocation :
First Published :
August 16, 2022 4:37 PM IST