Govt Job ADA Recruitment 2024: ক্লাস ৮ পাশেই কেন্দ্রীয় সরকারি চাকরি! স্নাতকদের জন্যেও বড় সুযোগ, মাইনে হতে পারে ৮১ হাজার! আজই আবেদনের শেষ দিন

Last Updated:

Govt Job ADA Recruitment 2024: আবেদনের শেষ দিন আজই। যাঁরা এখনও আবেদন করেননি, আর দেরি না করে এখনই প্রক্রিয়া শুরু করে দিন। যদিও অফলাইন আবেদনের শেষ তারিখ আগামী ২০ এপ্রিল।

Govt Job ADA Recruitment 2024: অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সিতে (ADA) চাকরি খুঁজছেন?
Govt Job ADA Recruitment 2024: অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সিতে (ADA) চাকরি খুঁজছেন?
নয়াদিল্লি: অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সিতে (ADA) চাকরি খুঁজছেন? তরুণ-তরুণীদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। এডিএ স্টেনোগ্রাফার এবং ড্রাইভারের পদে নিয়োগ করছে। যে প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে চান তাঁরা আজই ADA-এর অফিসিয়াল ওয়েবসাইট, ada.gov.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। আবেদনের শেষ দিন আজই। যাঁরা এখনও আবেদন করেননি, আর দেরি না করে এখনই প্রক্রিয়া শুরু করে দিন। যদিও অফলাইন আবেদনের শেষ তারিখ আগামী ২০ এপ্রিল।
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে, অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি (ADA)-র অনেক পদে নিয়োগ করা হবে। এ জন্য প্রার্থীরা অনলাইনে ৬ এপ্রিল বিকেল পর্যন্ত এসব পদে আবেদন করতে পারবেন।
advertisement
advertisement
ADA-তে এই পদগুলিতে নিয়োগ হবে: স্টেনোগ্রাফার- ০১ পদ, ড্রাইভার-I- ০২ পদ
অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সিতে চাকরি পাওয়ার যোগ্যতা কী?
স্টেনোগ্রাফার- এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়াও ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ড্রাইভার-I- এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা এবং যে কোনও স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট থেকে ৮ম শ্রেণি পাস হতে হবে।
advertisement
আবেদনের বয়সসীমা:
স্টেনোগ্রাফার- ৩০ বছর
ড্রাইভার-I- ৩০ বছর
এর পাশাপাশি, সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ও দেওয়া হবে।
ADA-তে নির্বাচিত হলে, আপনি বেতন পাবেন:
স্টেনোগ্রাফার– ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা।
ড্রাইভার-I- ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা।
এখানে বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্ক দেখুন-
advertisement
ADA-তে এইভাবে নির্বাচন করা হবে:
স্টেনোগ্রাফার- স্কিল টেস্ট এবং লিখিত পরীক্ষা।
ড্রাইভার-I- ট্রেড টেস্ট (ড্রাইভিং-এর উপর ব্যবহারিক পরীক্ষা) এবং লিখিত পরীক্ষা।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
Govt Job ADA Recruitment 2024: ক্লাস ৮ পাশেই কেন্দ্রীয় সরকারি চাকরি! স্নাতকদের জন্যেও বড় সুযোগ, মাইনে হতে পারে ৮১ হাজার! আজই আবেদনের শেষ দিন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement