Bank of India Recruitment 2023: আর মাত্র ২ দিন! হাতছাড়া করবেন না ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরির এই সুযোগ!
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Ankita Tripathi
Last Updated:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের আগামী ৫ জুন, ২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
সম্প্রতি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে এক বিজ্ঞপ্তি জারি করে এইচআর কনসালটেন্ট পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের আগামী ০৫ জুন, ২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন।এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট ১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
পদের নাম: এইচআর কনসালটেন্ট
শূন্যপদের সংখ্যা: ১
কাজের স্থান: বিশদ দেখুন
নির্বাচন পদ্ধতি: বিশদ দেখুন
advertisement
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: বিশদ দেখুন
বেতনক্রম: বিশদ দেখুন
আবেদনের পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ তারিখ: ০৫.০৬.২০২৩
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২৩: মেয়াদকাল
প্রার্থীদের ১ বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২৩: কাজের স্থান
প্রার্থীদের মুম্বইতে নিয়োগ করা হবে।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা
advertisement
উল্লিখিত পদে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের যোগ্যতা
ডেপুটি জেনারেল ম্যানেজার লেভেল এক্সিকিউটিভ হিসেবে কাজ করেছেন এবং যাঁদের প্রাক্তন এক্সিকিউটিভের এইচআরের ক্ষেত্রে অভিজ্ঞতা রয়েছে এবং যাঁরা আরবিআই থেকে অবসর নিয়েছেন বা ডেপুটি জেনারেল ম্যানেজার স্তরে এক্সিকিউটিভ লেভেল বা তার উপরে কাজ করেছেন, তাঁরা আবেদনের যোগ্য। প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি। এম ফিল, পিএইচডি, গবেষণার অভিজ্ঞতা, প্রকাশিত জার্নাল এবং প্রাসঙ্গিক ক্ষেত্রে যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 01, 2023 8:04 PM IST









