৭০ ঘণ্টা করে কাজ করার প্রস্তাব ইনফোসিস কর্তার, বিশ্বের নামজাদা সংস্থাগুলির কাজের সময় কত? রইল পরিসংখ্যান
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
তবে, এই প্রথম নয়, এর আগেও ২০২০ সালে সপ্তাহে ৬০ ঘণ্টা কাজের প্রসঙ্গ তুলেছিলেন নারায়ণমূর্তি।
নয়াদিল্লি: চীনের মতো দেশের সঙ্গে যদি পাল্লা দিতেই হয়, তাহলে দেশের তরুণ প্রজন্মের কাজের জন্য আরও সময় দেওয়া উচিত বলে মনে করেন ইনফোসিস কর্তা এনআর নারায়ণমূর্তি। সম্প্রতি তিনি হাজির ছিলেন 3one4 Capital-এর পডকাস্ট The Record-এর প্রথম পর্বে, সেখানেই নানা বিষয় নিয়ে নিজের মনের কথা খুলে বলেছেন তিনি। উঠে এসেছে দেশগঠন, প্রযুক্তি, তাঁর নিজের সংস্থা এবং আরও অনেক বিষয়।
এরপরেই নানা বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি একটি পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে যেখানে তুলে ধরা হয়েছে বিশ্বের তাবড় তাবড় সংস্থাগুলির কাজের সময়।
advertisement
স্যামসং ইলেকট্রনিক্স: অফিসিয়াল কাজের সময় সপ্তাহে ৪৫ ঘণ্টা
মাইক্রোসফ্ট: সপ্তাহে প্রায় ৪০ ঘণ্টা
অ্যালফাবেট: সপ্তাহে ৪০ ঘণ্টা
advertisement
অ্যাপেল: সপ্তাহে ৪০ ঘণ্টা।
IBM: দিনে ৮ ঘণ্টা।
Adobe: সপ্তাহে ৪০ ঘণ্টা
ডেল টেকনোলজিস: সপ্তাহে ৪০ ঘণ্টা।
পেপ্যাল: দিনে ৮ ঘণ্টা
ইন্টেল: সপ্তাহে ৪০ ঘণ্টা
সিমেন্স: প্রয়োজন অনুযায়ী সপ্তাহে ৪০ থেকে ৫০ ঘণ্টা
advertisement
আমাজন: সপ্তাহে ন্যূনতম ৪০ ঘণ্টা
তবে, এই প্রথম নয়, এর আগেও ২০২০ সালে সপ্তাহে ৬০ ঘণ্টা কাজের প্রসঙ্গ তুলেছিলেন নারায়ণমূর্তি। অতিমারীর প্রভাবে বদল এসেছিল কর্মসংস্কৃতিতে, অনেক আইটি সংস্থা আবার ফিরে যাচ্ছে পুরনো নিয়মে। অতিমারী পরবর্তী অর্থনীতি একমাত্র এভাবেই পুনরুজ্জীবিত হবে বলে দাবি ছিল তাঁর।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
October 28, 2023 4:57 PM IST