Jhargram News: মিলেট শস্য চাষে উদ্বুদ্ধ করতে কৃষক সচেতনতা শিবির

Last Updated:

ঝাড়গ্রাম জেলার লাল কাঁকর যুক্ত মাটিতে ধান চাষ তেমন হয় না বলেই চলে। তবে এই জঙ্গলমহলে লাল মাটিতে মিলেট জাতীয় খাদ্যশস্য চাষ করার উত্তম পরিবেশ রয়েছে।

+
title=

ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর মূলত ধান চাষের উপর নির্ভরশীল। বেশ কিছু জায়গায় সবজি, তিল, আলু চাষ করেন কৃষকেরা। তবে ধান চাষ করে তেমন লাভ হয় না বললেই চলে। অপেক্ষাকৃত অনুর্বর জমিতে মিলেট জাতীয় শস্য চাষ করে লাভের দিশা দেখাতে কৃষকদের নিয়ে বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন হলো ঝাড়গ্রামে।
বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় আঞ্চলিক গবেষণাকেন্দ্র, ঝাড়গ্রামের উদ্যোগে রেশমি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সামাজিক প্রকল্পের সহযোগিতায় রেড এন্ড ল্যাটেরাইট জোনে মিলেট চাষের সম্ভাবনা, তার পদ্ধতি সম্পর্কে কৃষকদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
advertisement
ঝাড়গ্রামের জোয়ালভাঙ্গা গ্রামে বেশ কয়েকজন কৃষকদের নিয়ে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত ঝাড়গ্রাম জেলার লাল কাঁকর যুক্ত মাটিতে ধান চাষ তেমন হয় না বলেই চলে। তবে এই জঙ্গলমহলে লাল মাটিতে মিলেট জাতীয় খাদ্যশস্য চাষ করার উত্তম পরিবেশ রয়েছে।
advertisement
এই চাষের মধ্য দিয়ে কৃষকদের উপার্জন বৃদ্ধি পাবে। সে বিষয়ে কৃষকদের সম্মুখ ধারণা দেওয়া হয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় ঝাড়গ্রাম আঞ্চলিক কেন্দ্রের কৃষি বিজ্ঞানী ডঃ গোলাম মইনুদ্দিন, সোমা বিশ্বাস রেশমি গ্রুপ অব ইন্ডাস্ট্রি পক্ষে দেবজিৎ কর, শমিক বসু সহ অন্যরা।
Ranjan Chanda
view comments
বাংলা খবর/ খবর/ঝাড়গ্রাম/
Jhargram News: মিলেট শস্য চাষে উদ্বুদ্ধ করতে কৃষক সচেতনতা শিবির
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement