Jhargram News: পুলিশের চোখকে ফাঁকি দিতে কি কারসাজি ফেঁদেছে চোলাই কারবারিরা?
- Reported by:RANJAN CHANDA
- hyperlocal
- Published by:Nagantara
Last Updated:
ঝাড়গ্রাম জেলার জামবনী থানার অধীন বারসোল, সংগ্রাম, কাপগারি, গিধনীসহ একাধিক জায়গায় অভিযান চালিয়ে চোলাই মদ।
ঝাড়গ্রাম: পুলিশের চোখকে ফাঁকি দিতে নতুন নতুন উদ্ভাবনী চিন্তাভাবনা চোলাই কারবারিদের। এবার ঘরের মধ্যে চোলাই রেখে বিক্রি নয়, মাটি খুঁড়ে টিনের মধ্যে চোলাই মদ ভর্তি করে জঙ্গলের মধ্যে মাটির নিচে পুঁতে রেখেছিল কারবারিরা। তবে কথায় আছে চোরের সাত দিন, তো গৃহস্থের একদিন। ঝাড়গ্রাম জেলা জুড়ে আবগারি দফতরের লাগাতার অভিযান চলছে বিভিন্ন জায়গায়। ঝাড়গ্রাম জেলার জামবনী থানার অধীন বারসোল, সংগ্রাম, কাপগারি, গিধনীসহ একাধিক জায়গায় অভিযান চালিয়ে চোলাই মদ এবং মদ তৈরি সরঞ্জাম উদ্ধার করে নষ্ট করল আবগারি দফতর।
পাশাপাশি ১০ কেজি মহুয়া ফলও বাজেয়াপ্ত করেছে ঝাড়গ্রাম জেলার আবগারি দফতর। আবগারি দফতর সূত্রে খবর, পুলিশের চোখকে ফাঁকি দিতে চোলাই কারবারিরা কখনো টিউব আবার কখনো টিনের মধ্যে চোলাই রেখে কখনো খড়ের গাদার ভিতর আবার কখনো মাটির নিচে পুঁতে রাখছে।
আরও পড়ুনঃ নদীর উপরে অস্থায়ী সেতু ভেঙে বিপত্তি, বন্ধ যাতায়াত
তবে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে চোলাই মদের বিরুদ্ধে। প্রসঙ্গত বর্তমানে ঝাড়গ্রাম জেলা জুড়ে বিভিন্ন জায়গায় মাথা চাড়া দিয়ে উড়ছে চোলাই কারবারিদের সংখ্যা। তবে তা রক্ষা করতে তৎপর আবগারি বিভাগ।
advertisement
advertisement
Ranjan Chanda
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 29, 2023 2:30 PM IST







