Durga Puja 2023: সামনে রাখা ফুল বেলপাতা, পুজো মণ্ডপে পুরোহিতের পাশে ও কে? শোরগোল অষ্টমীর অঞ্জলিতে
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:RAJU SING
Last Updated:
পূজোর মন্ডবে অদভুত ভক্তের আগমন দেখুন সেই ভিডিও।অষ্টমীর মহাপুজো চলছে আর সেই পুজোতে ভিড় ভক্তদের পুষ্পাঞ্জলি দিতে হঠাৎ আগমন অদ্ভুত এক ভক্তের।
ঝাড়গ্রাম: পুজোর মণ্ডপে অদ্ভুত কাণ্ড। মহাষ্টমীর পুজো চলছে। আর সেই পুষ্পাঞ্জলি দিতে ভিড় জমিয়েছেন ভক্তরা। কিন্তু পুজো মণ্ডপে হঠাত্ই আগমণ এক হনুমানের।
ঝাড়গ্রামের অরণ্য সুন্দরী সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোতে হনুমান হাজির হনুমান। সেই নিয়ে শুরু হয়ে যায় মহা শোরগোল।
advertisement
ভক্তরা ততক্ষণে পুষ্পাঞ্জলি দেওয়া শুরু করে দিয়েছেন। পুরোহিত অষ্টমীর পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করছেন। পুরোহত যেখানে বসেন, একেবারে সেখানে গিয়েই বসে হনুমানটি। যা দেখে সকলের চক্ষু চড়ক গাছ। ফুল বেলপাতা সামনে নিয়ে একদম পুরোহিতের সঙ্গেই বসে আছে হনুমান।
advertisement
পুজোতে এমন কাণ্ড দেখে অবাক সকলে। রাত পোহালেই অষ্টমী পেরিয়ে শুরু হয়ে যাবে নবমী। পুজোর আনন্দে মেতে উঠেছে গোটা রাজ্য। বাদ যায়নি ঝাড়গ্রামও। বিভিন্ন থিমে সেজে ঝাড়গ্রামের প্যাণ্ডেলগুলি।
Location :
Kolkata,West Bengal
First Published :
October 22, 2023 5:37 PM IST