Siliguri Election: ইভিএম মেশিনে গোলযোগের অভিযোগ, ৩০ মিনিটের জন্য বন্ধ ভোটদান
- Published by:Samarpita Banerjee
Last Updated:
লাইনে দাঁড়িয়ে মেশিন ঠিক হওয়ার অপেক্ষা করতে থাকেন নবীন থেকে প্রবীণ সকলেই
#শিলিগুড়ি: আজ ছিল বহু প্রতিক্ষিত পুরভোট। শহরের মানুষ বেছে নিতে চলেছে নিজেদের অভিভাবককে। শান্তি বজায় রেখেই চলল ভোটপর্ব। তবে যান্ত্রিক ত্রুটির কারণে ৩৫ নম্বর ওয়ার্ডে আধ ঘণ্টার জন্য আটকে যায় ভোটদান পর্ব। ইভিএম মেশিনে গোলযোগের কারণেই সাময়িক বন্ধ হয় ভোটদান। লাইনে দাঁড়িয়ে মেশিন ঠিক হওয়ার অপেক্ষা করতে থাকেন নবীন থেকে প্রবীণ সকলেই।
লাইনে দাঁড়িয়ে থাকা এক ভোটার বলেন, 'এন্ট্রি (entry) করার পর থেকে প্রায় আধ ঘণ্টা দাঁড়িয়ে ছিলাম। ভোটকর্মীরা তখন জানান, নতুন মেশিন আসছে। আধঘণ্টা দাঁড়িয়ে থাকার পর আমরা ভোট দিতে পারি।' লাইনেই দাঁড়িয়ে থাকা এক প্রবীণ মহিলা জানান, সকালে না খেয়েই বেরিয়েছেন। বাড়ি ফিরে একেবারে স্নান করে খাবেন। জানতেন না যে এতটা দেরি হবে। এদিন রোদ ওঠায় শারীরিকভাবে অসুস্থ অনুভব করেন অনেকেই। ছায়া দেখে অনেকেই বসে পড়েন।
advertisement
এদিন, শিলিগুড়ি পুরনিগমের ৩৫ নম্বর ওয়ার্ড স্পেশাল ক্যাডার প্রাইমারি স্কুলে ইভিএম মেশিন খারাপ হওয়ার দরুণ প্রায় ৩০ মিনিট ভোটগ্রহণ বন্ধ ছিল। ৩০ মিনিট ধরে লাইনে দাঁড়িয়ে থাকায় বিরক্ত প্রকাশ করেছেন ভোটাররা। তবে ইভিএমের ইঞ্জিনিয়ার পৌঁছে ইভিএম মেশিন ঠিক করলে আবার পুনরায় ভোট গ্রহণ প্রক্রিয়া সচল হয়।
advertisement
পরবর্তীতে নতুন মেশিন আসার পর স্বাভাবিক ছন্দে ফিরে আসে ৩৫ নম্বর ওয়ার্ডের ভোটপর্ব। এদিকে, শহরের ৪৭টি ওয়ার্ড মিলিয়ে মোট ভোটারের সংখ্যা ৪ লক্ষ ২ হাজার ৮৯৭ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৩ হাজার ৯৮০ জন। মহিলা ভোটারের সংখ্যা ১ লক্ষ ৯৮ হাজার ৮৯৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ১৮ জন।
Location :
First Published :
February 12, 2022 10:21 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Siliguri Election: ইভিএম মেশিনে গোলযোগের অভিযোগ, ৩০ মিনিটের জন্য বন্ধ ভোটদান