#শিলিগুড়ি: আজ ছিল বহু প্রতিক্ষিত পুরভোট। শহরের মানুষ বেছে নিতে চলেছে নিজেদের অভিভাবককে। শান্তি বজায় রেখেই চলল ভোটপর্ব। তবে যান্ত্রিক ত্রুটির কারণে ৩৫ নম্বর ওয়ার্ডে আধ ঘণ্টার জন্য আটকে যায় ভোটদান পর্ব। ইভিএম মেশিনে গোলযোগের কারণেই সাময়িক বন্ধ হয় ভোটদান। লাইনে দাঁড়িয়ে মেশিন ঠিক হওয়ার অপেক্ষা করতে থাকেন নবীন থেকে প্রবীণ সকলেই।
এদিন, শিলিগুড়ি পুরনিগমের ৩৫ নম্বর ওয়ার্ড স্পেশাল ক্যাডার প্রাইমারি স্কুলে ইভিএম মেশিন খারাপ হওয়ার দরুণ প্রায় ৩০ মিনিট ভোটগ্রহণ বন্ধ ছিল। ৩০ মিনিট ধরে লাইনে দাঁড়িয়ে থাকায় বিরক্ত প্রকাশ করেছেন ভোটাররা। তবে ইভিএমের ইঞ্জিনিয়ার পৌঁছে ইভিএম মেশিন ঠিক করলে আবার পুনরায় ভোট গ্রহণ প্রক্রিয়া সচল হয়।
পরবর্তীতে নতুন মেশিন আসার পর স্বাভাবিক ছন্দে ফিরে আসে ৩৫ নম্বর ওয়ার্ডের ভোটপর্ব। এদিকে, শহরের ৪৭টি ওয়ার্ড মিলিয়ে মোট ভোটারের সংখ্যা ৪ লক্ষ ২ হাজার ৮৯৭ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৩ হাজার ৯৮০ জন। মহিলা ভোটারের সংখ্যা ১ লক্ষ ৯৮ হাজার ৮৯৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ১৮ জন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।