Jalpaiguri News: বিশ্বকর্মা পুজোর দিন পুজো হয় হাতির! এ রাজ্যের কোথায় হয় বিশ্বকর্মার বাহনের পুজো? জেনে নিন
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
Last Updated:
বিশ্বকর্মা পুজোর দিন ডুয়ার্সে পূজিত হন বিশ্বকর্মার বাহন। প্রতিবছরের মতো এবারও হাতির পুজো করা হল গরুমারা জাতীয় উদ্যানে।
জলপাইগুড়ি: এই বিশেষ দিনটির অপেক্ষায় থাকেন দেশ বিদেশ থেকে বেড়াতে আসা পর্যটক-সহ এলাকাবাসী। বিশ্বকর্মা পুজোর দিন ডুয়ার্সে পূজিত হন বিশ্বকর্মার বাহন। প্রতিবছরের মতো এবারও হাতির পুজো করা হল গরুমারা জাতীয় উদ্যানে।
পুজোয় সামিল হলেন বনকর্মীদের পাশাপাশি বনবস্তিবাসী এবং সেখানে ঘুরতে আসা অন্যান্য পর্যটকরা। সোমবার ডুয়ার্সের মেটেলি ব্লকের ধুপঝোরা বিট অফিসের গাছবাড়িতে বর্ষণ, কিরণরাজ, রামি, যুবরাজ, হিলারি, জেনি নামে বন দফতরের পোষ্য কুনকি হাতিদের মালা পরিয়ে, সাজিয়ে পুজো করলেন মাহুত ও বনকর্মীরা।
advertisement
advertisement
উল্লেখ্য প্রতিবছরই বিশ্বকর্মা পুজোর দিন ডুয়ার্সের গরুমারা, রামশাই ধূপঝোড়া, মেদলায় হাতি পুজো হয়। পিলখানাগুলোতেও এবার হাতিদের পুজোর পাশাপাশি আয়োজন করা হয়েছিল স্পেশ্যাল মেনুরও। আর সেই পুজো দেখতেই ভিড় জমিয়েছিলেন পর্যটকরা।
পুজো উপলক্ষে সোমবার সকাল থেকেই ধূপঝোড়া, রামশাই, গরুমারা ও মেদলার কুনকি হাতিদের নিয়ে মাহুতদের ব্যস্ততা ছিল চরমে। কুনকি হাতিগুলিকে প্রথমে মূর্তি নদীতে ভাল করে স্নান করিয়ে হাতিদের গায়ে নকশা এঁকে সাজানো হয়।
advertisement
এরপর নিয়ে আসা হয় পুজো মণ্ডপে। শাঁখ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে চলে পুজো। পুরোহিত সমস্ত নিয়মনীতি মেনে, মন্ত্রোচ্চারণ করে পুজোর কাজ সারেন।আর এই হাতি পুজো দেখতে পর্যটকদের ভিড় জমে গরুমারার ধূপঝোড়ায়।
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
September 18, 2023 6:29 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: বিশ্বকর্মা পুজোর দিন পুজো হয় হাতির! এ রাজ্যের কোথায় হয় বিশ্বকর্মার বাহনের পুজো? জেনে নিন