Campaign of panchayat election: শেষ বেলার পঞ্চায়েত ভোটের প্রচারে এখন ঝড় তুলছে বিভিন্ন রাজনৈতিক দল

Last Updated:

আগামী ৮ ই জুলাই পঞ্চায়েত ভোট। তাই বৃহস্পতিবারই ভোট প্রচারের শেষ দিন। আর শেষ দিনের প্রচারে একে অপরকে টেক্কা দিতে ব্যস্ত রাজনৈতিক দলগুলি।

+
title=

জলপাইগুড়ি: আগামী ৮ জুলাই পঞ্চায়েত ভোট। এদিকে, বৃহস্পতিবারই ভোট প্রচারের শেষ দিন। আর শেষ দিনের প্রচারে একে অপরকে টেক্কা দিতে ব্যস্ত শাসকদল থেকে শুরু করে বিরোধী দলগুলি। এদিন বিকেল পাঁচটা পর্যন্ত ভোট প্রচারের সময়সীমা বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন।
এই শেষ বেলায় ভোট প্রচারে কোনওরকম খামতি যাতে না থাকে সে জন্যই জলপাইগুড়ি শহরে রাজনৈতিক দল গুলির ভোট প্রচার তুঙ্গে। শেষ লগ্নের প্রচারে খামতি রাখতে চাইছে না কোনও পক্ষই। গ্রামেগঞ্জে চলছে মিটিং, মিছিল পথসভা।
advertisement
এদিন প্রচারের শেষ লগ্নে শালবাড়ি সোনাতলা হাট এলাকায় প্রচার করতে দেখা গেল জলপাইগুড়ি জেলা পরিষদের ৮ নং আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীনেশ মজুমদারকে। পাশাপাশি রাজগঞ্জ ব্লকে বিজেপির প্রচার এবং বিভিন্ন জায়গায় সিপিএমের প্রচারও চোখে পড়ার মতো। ব্যস্ততম এই দিনে দেখা গেলো পথ চলতি মানুষের কাছে করজোড়ে ভোটের আবেদন করছেন দু’জন প্রার্থী। এমনকি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রচারও চালাচ্ছেন।
advertisement
ভোট প্রচারের পাশাপাশি পায়ে হেঁটে মিছিলও করেন অসংখ্য তৃণমূল কর্মী সমর্থক। শাসক দলের পাশাপাশি পিছিয়ে নেই বিরোধী দলগুলিও। বিজেপি ও সিপিএমের তরফেও বিভিন্ন এলাকায় চালানো হচ্ছে শেষ লগ্নের প্রচার, মিটিং ও মিছিল। একদিকে শাসক-শিবির উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে ।
advertisement
অন্যদিকে, বিরোধীরা সরকারের বিভিন্ন দুর্নীতি ও বঞ্চনার কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে ব্যস্ত। আর মাত্র কয়েক ঘণ্টা পর ভোট যুদ্ধের মাঠে অবতীর্ণ হবে সমস্ত দলের প্রার্থীরা। আগামী ১১ ই জুলাই এই পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের দিন। সেখানে শেষ হাসি কে হাসে সেটাই এখন দেখার।
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Campaign of panchayat election: শেষ বেলার পঞ্চায়েত ভোটের প্রচারে এখন ঝড় তুলছে বিভিন্ন রাজনৈতিক দল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement