Woman Entrepreneur: একদিকে সন্তানদের আবদার, আরেকদিকে ব্যবসা! সবমিলিয়ে এক 'ব্যস্ত' নারীর কথা

Last Updated:

ডুয়ার্সের মহিলাদের স্বনির্ভরতার পথে নিয়ে আসা তন্নিষ্ঠাদেবীর অন্যতম লক্ষ্য

+
নিজের

নিজের অফিসঘরে তন্নিষ্ঠাদেবী

#শিলিগুড়ি: শিলিগুড়ি শহরের অদূরে শিবমন্দিরে তাঁর অ্যাপার্টমেন্ট (apartment)। বেশ ফিটফাট গোছানো সংসার। দুই ছেলের আবদার মেটাতে তৎপরতার সঙ্গে ছুটতে হল নিকটবর্তী বেকারীতে। ছেলেদের আবদার 'চিকেন স্যান্ডউইচ' খাব। এদিকে এর মধ্যে গোটা পাঁচটা ফোন কল কিন্তু সারা শেষ। কে ইনি? তন্নিষ্ঠা রায়।
কথায় রয়েছে, সে রাঁধে আবার সে চুলও বাঁধে। এই কথাটা আজকের দিনে মারাত্মক সত্য। আমাদের আশেপাশে বহু এমন নারী আছেন, যাঁরা বিভিন্ন কাজ করে নজির গড়ছেন। তাঁদের মধ্যে অন্যতম তন্নিষ্ঠা রায়। বিয়ের পর রক্ষিত যুক্ত হয়েছে তাঁর নামের পর। ঘর সংসার সামলে এখন উত্তরের পর্যটনের এক অঙ্গ তিনি।সামাজিক কাজ করতেও পিছপা হন না তিনি। স্বামী সুদীপ রক্ষিতের সাহায্যে এগিয়ে চলেছেন। দুই ছেলে, স্বামী নিয়ে যেমন চুটিয়ে সংসার করছেন, তেমনই দৌঁড়াচ্ছেন পাহাড় থেকে সমতল। ছোট থেকে তিনি দেখে এসেছেন মা এবং বাড়ির অন্য মহিলা সদস্যরা শুধুই গৃহবধূ নয়, বরং তার সঙ্গে করছেন আরও কাজ। চাকরি। ব্যস! চাকরির নেশা চেপে বসল সেই ছোট্ট মেয়েটাকে। যার চোখে তখন স্বপ্ন 'খেলা' করছে। প্রাথমিক পড়াশোনা জার্মালস অ্যাকাদেমি ও মার্গারেট স্কুল থেকেই। এরপর নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং। এরপর চাকরিতে যোগ। টেকনো ইন্ডিয়া কলেজ (Techno India College)-এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন প্রায় আট বছর। এরপর পারিবারিক নানা সমস্যা ও অসুস্থতার জেরে চাকরি ছাড়তে হয়।
advertisement
ডুয়ার্সের বিছাভাঙা ফরেস্ট এলাকায় এক টুকরো জমি কিনে শুরু হয় ক্যাম্পিং দে ডুয়ার্স (camping de dooars)। সেখানে অধিকাংশই মেয়ে। ডুয়ার্সের অর্থনীতিকে চাঙ্গা করার এক বড় হাত রয়েছে এই হোমস্টেগুলির। এছাড়াও তন্নিষ্ঠাদেবী এখন অ্যাসোসিয়েশন ফর কনসার্ভেশন অ্যান্ড ট্যুরিজম (act) এর কমিউনিটি হেলথ কোঅর্ডিনেটর (community health coordinator)। হঠাৎ হোমস্টে (homestay) কেন? নিউজ ১৮ লোকালের এই প্রশ্নের উত্তরে তিনি একগাল হেসে বললেন, 'কোথাও ঘুরতে গেলে হোটেলে উঠতে হয়। বা রিসর্টে। বাড়ির মত আথিতিয়তা পাওয়া যায় না। সেখানে হোমস্টে-তে নিজের বাড়ির মত আবহাওয়া এবং মায়ের হাতের মত রান্না পাওয়া যাবে। অনেকেই আজকাল এই হোমস্টেকেই বেছে নেন। তার উপর ডুয়ার্সের মহিলাদের স্বনির্ভরতা জোগায় এই হোমস্টেগুলি।' এদিকে এই 'বিজনেসওমেন'এর স্বামী সুদীপ রক্ষিতও পুরোপুরি সাহায্য করেন স্ত্রীকে। তাঁকে নিজের লক্ষ্যে পৌঁছে দিতে সবরকম সাহায্যে তিনি রয়েছেন ছায়াসঙ্গী হয়ে।
advertisement
advertisement
ডুয়ার্সের মহিলাদের স্বনির্ভরতার পথে নিয়ে আসা তন্নিষ্ঠাদেবীর অন্যতম লক্ষ্য। কোথাও কোনও খুঁত নেই তাঁর। দুদিকেই পটিয়সী এই নারী। নিজের সংসার সামলে ডুয়ার্সের মেয়েদের সাবলম্বী করে তোলার কাহিনী শুনলাম আমরা আজ, নারী দিবসে। তাঁর কথায়, 'লেটস মেক আ বেটার ওয়ার্ল্ড' (lets make a better world)। এই কথা শুধু তাঁর না, আমার, আপনার চারপাশে রোজ এদিক থেকে ওদিক দৌঁড়ানো বহু নারীর।
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Woman Entrepreneur: একদিকে সন্তানদের আবদার, আরেকদিকে ব্যবসা! সবমিলিয়ে এক 'ব্যস্ত' নারীর কথা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement