Snake: জঙ্গলের পাশে বিশালাকৃতির ওটা আবার কী! আতঙ্কে কাঁপছেন এলাকাবাসী
- Published by:Suvam Mukherjee
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Snake: জঙ্গলের ভেতর থেকে বন্যপ্রাণীদের লোকালয়ে চলে আসার ঘটনা মাঝে মধ্যেই খবরে উঠে আসে
জলপাইগুড়ি: জঙ্গলের ভেতর থেকে বন্যপ্রাণীদের লোকালয়ে চলে আসার ঘটনা মাঝে মধ্যেই খবরে উঠে আসে। এদিন প্রায় ১৫ ফিট লম্বা অজগর উদ্ধার হল মালবাজার ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের চা এবং জঙ্গল লাগোয়া ধুমসিগাড়া গ্ৰাম থেকে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাত সকালে চা বাগানের দিকে কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে চা বাগানের পাশে জঙ্গলের পাশে শুয়ে থাকতে দেখে হকচকিয়ে যান কজন শ্রমিকরা। এতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এলাকার বাসিন্দাদের সবসময়ই আতঙ্কে থাকতে হয় এমন প্রাণীর আনাগোনায়।
advertisement
advertisement
এদিন ঘটনার পর তৎক্ষণাৎ খবর দেওয়া হয় গাজোলডোবা বিটের বনকর্মীদের। গাজলডোবা বনকর্মীদের সঙ্গে এলাকার বাসিন্দাদের সহযোগিতায় প্রায় ১৫ ফিট লম্বা অজগর উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, বনকর্মীদের অফিসে শারীরিক চিকিৎসার পর পুনরায় অজগর সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
advertisement
সুরজিৎ দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 27, 2023 3:11 PM IST