Siliguri News: করোনা সংক্রমণে রাশ টানতে শিলিগুড়ির রাজপথে পুলিশ কমিশনার
- Published by:Samarpita Banerjee
Last Updated:
এদিন পুলিশ কমিশনার গৌরব শর্মা জানান, বাড়ি-বাড়ি গিয়ে প্রচার এবং মাইকিং করে আগেও সচেতনতামূলক প্রচার চালানো হয়েছে।
#শিলিগুড়ি: দেশজুড়ে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। রাজ্য ও জেলায় জেলায় সেই সংখ্যা বহাল রয়েছে। রাজ্য সরকারের জারি করা নির্দেশিকা অনুযায়ী চলছে জীবনযাপন। এদিকে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। কিছুতেই যেন উদ্বেগ কমছে না। এরই মধ্যে শিলিগুড়ির রাজপথে নেমে এলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরব শর্মা (Siliguri News)।
বরাবরই শিলিগুড়ির মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। এবারও ব্যতিক্রম হয়নি। তবে জারি হওয়া নির্দেশিকাকেও অনেকেই বুড়ো আঙুল দেখিয়ে মাস্ক ছাড়াই ঘুরছেন রাস্তায়। এই ভয়ানক পরিস্থিতিতে মানুষকে সচেতন করতে মাস্ক নিয়ে রাস্তায় নামতে দেখা গেল শিলিগুড়ি পুলিশকে (Siliguri News)। শহরের এয়ারভিউ থেকে ভেনাস মোড় পর্যন্ত সচেতনতামূলক প্রচার চালালেন খোদ শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরব শর্মা। মাস্কবিহীন ব্যক্তিদের করোনা সম্পর্কে সচেতন করে মাস্ক বিলি করতে দেখা গেল তাঁকে।
advertisement
এদিন পুলিশ কমিশনার গৌরব শর্মা জানান, বাড়ি-বাড়ি গিয়ে প্রচার এবং মাইকিং করে আগেও সচেতনতামূলক প্রচার চালানো হয়েছে। গত এক সপ্তাহে ১৫০০ জনকে করোনা বিধিলঙ্ঘনের জন্য আটকও করা হয়েছে (Siliguri News)। করোনা আবহে পুর নির্বাচনের দলীয় প্রচারেও বিধি মানা হচ্ছে না। এই অভিযোগের বিষয়ে তিনি বলেন, "এর আগে বিধিনিষেধ মাথায় রেখে একাধিকবার সর্বদলীয় বৈঠক হয়েছে। রিটার্নিং অফিসার এবং বিশেষ পর্যবেক্ষক-সহ উচ্চপদস্থ আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। সকলকেই বিধিনিষেধ সম্পর্কে অবগত করা হয়েছে। সেভাবেই প্রচার চলছে। আমরা তাও নজর রাখছি।"
advertisement
advertisement
এদিকে নাইট কার্ফুতে রয়েছে কড়াকড়ি। রীতিমত গাড়ি দাঁড় করিয়ে সঠিক প্রমাণপত্র দেখা হচ্ছে। এনিয়ে সতর্ক করা হয়েছে সকলকে। উল্লেখ্য, জলপাইগুড়ি জেলা থেকে শুরু করে সমগ্র উত্তরবঙ্গে সংক্রমণের গ্রাফ ঊর্দ্ধমুখী। এর মধ্যে সবচেয়ে উদ্বেগের বিষয়, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল করোনা আক্রান্ত।
ইতিমধ্যেই টনক নাড়িয়েছে করোনা সংক্রমণের খবর। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রধান ইন্দ্রজিৎ সাহা করোনায় আক্রান্ত। এই খবর রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি সহ গোটা জলপাইগুড়িতে।
advertisement
চিকিৎসকদের কথায়, কলকাতা সহ অন্যান্য জায়গায় যেভাবে করোনা ছড়াচ্ছে তাতে চিন্তা বাড়ছে (Siliguri News)। করোনার বারবাড়ন্তের দিকে নজর রেখে কোভিড হাসপাতালে নার্সিং স্টাফ থেকে শুরু করে অন্যান্য অস্থায়ী কর্মীদের নতুন করে নিয়োগ করা হচ্ছে, বলে সুপার জানান। তবে একটি বিষয় পরিস্কার, শহর পেরিয়ে জেলায় জেলায় করোনার থাবা নিজের মুঠো শক্ত করছে।
advertisement
বলা বাহুল্য, নাইট কার্ফু (night curfew) এবং বিভিন্ন ওয়ার্ডে কড়া নজর রাখছে পুলিশ প্রশাসন (Siliguri News)। পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে, প্রত্যেকটি ঠেকে এবং দোকানে সর্বদা নজর রাখছে পুলিশ পেট্রোলিং ভ্যান। রাত ১০টার পর আইনত যাঁরা বাইরে রয়েছেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করছে। সঠিক উত্তর না পেলে বা পরিচয়পত্র না পেলে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে পুলিশ। এতে একটি বিষয় পরিষ্কার, প্রশাসন কিন্তু যথেষ্ট তৎপর করোনাকে রুখতে। প্রশাসনের তরফে সার্বিক উদ্যোগ নেওয়া হচ্ছে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
advertisement
Vaskar Chakraborty
view commentsLocation :
First Published :
January 12, 2022 8:23 PM IST