Siliguri Theatre: নাচে গানে হৈ-হুল্লোড়ে শিলিগুড়ি বনমালার দু'দিনের নাট্য কর্মশালা, পরিসমাপ্তি ইচ্ছেবাড়িতে

Last Updated:

শিলিগুড়ি শহরের সুভাষপল্লীতে অবস্থিত অন্যতম প্রতিস্থিত 'বুটিক ক্যাফে' (boutique cafe) ইচ্ছেবাড়িতে দু'দিনের নাট্য কর্মশালা অনুষ্ঠিত হল। 

চলছে শিশুদের নিয়ে কর্মশালা
চলছে শিশুদের নিয়ে কর্মশালা
#শিলিগুড়ি: নাচ, গান নাটক, জীবনের এক বিরাট অংশ। এই অংশ এবার শিশুদের মধ্যে প্রতিস্থাপন করতে এক অনন্য উদ্যোগ নিল শিলিগুড়ি বনমালা নাট্যগোষ্ঠী (Siliguri Theatre)। শিলিগুড়ি শহরের সুভাষপল্লীতে অবস্থিত অন্যতম প্রতিস্থিত 'বুটিক ক্যাফে' (boutique cafe) ইচ্ছেবাড়িতে দু'দিনের নাট্য কর্মশালা অনুষ্ঠিত হল। বুধবার ছিল কর্মশালার শেষদিন। নিউজ ১৮ লোকাল পৌঁছে গিয়েছিল এই কর্মশালা সাক্ষী হতে।
শিলিগুড়ি বনমালার সম্পাদক (Siliguri Theatre) এবং পরিচালক বিশ্বজিৎ রায় বলেন, "আমরা ছোট থেকে বড় হই আমাদের ভেতরে অনেক কথা লুকিয়ে। সেটাকে আমরা পোশাকি নাম দিয়ে বলি আনটোল্ড স্টোরি (Untold stories)। অনেক গল্প আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকে। অনেক সময় আমরা সঙ্গী খুঁজি, পার্টনার (partner) খুঁজি এই কথাগুলো শেয়ার (share) করার জন্য। পৃথিবী ক্রমশই প্রসারিত হয়ে পড়ছে। আমরা নিমেষেই আমাদের হাতের মুঠোয় সমস্ত তথ্য পেয়ে যাচ্ছি। কিন্তু কোথাও যেন আমরা একে অপরের সঙ্গে একটি সম্পর্ক হারিয়ে ফেলছি। একটা বন্ধুর খোঁজে আমরা সবাই থাকি। যার যার সঙ্গে আমরা নিজেদের কথাটুকু আদান-প্রদান করতে পারি"।
advertisement
বিশ্বজিৎবাবুর কথায়, "আমাদের এই কর্মশালায এখন শেষ লগ্নে এসে পৌঁছেছে। এই নাট্য কর্মশালায় অংশ নিয়েছিল ১৬ জন। সবাই ছোট। তাদের কাছেও আমরা এই বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। অংশগ্রহণকারীদের সবার বয়স ৬ থেকে ১৪ বছর। বাচ্চাদের সঙ্গে তাদের অভিভাবক এবং অন্যান্য অতিথিরাও এসেছেন। তাঁরা বুঝতে পারছেন, এটা শিশুদের মানসিক বিকাশের জন্য কতটা জরুরি ছিল। তারা হেসে খেলে একে অপরের সঙ্গে কথা বলছে। নাটকের মাধ্যমে একে অপরকে চিনছে, আলাপ করছে। এটা দু'বছর ধরে কিন্তু বন্ধ ছিল"।
advertisement
advertisement
বিশ্বজিৎবাবুর বক্তব্য, "এরা যেন ক্রমশ জীবন যুদ্ধে জয়ী হতে পারে এবং নিজেদের প্রতিষ্ঠিত করে তুলতে পারে একে অপরের হাত ধরে। এটাই আমরা চাই। এটাই আমাদের মূল লক্ষ্য। আমরা কখনওই এটা বলব না যে সবাই পেশাগত দিক থেকে অভিনেতা অভিনেত্রী হবেন বা পরিচালক পরিচালিকা হবেন। কিন্তু শিশুদের মনে বা শিশুদের কাছেই থিয়েটার চর্চা খুব জরুরী। পড়াশোনার পাশাপাশি, প্রথাগত শিক্ষার পাশাপাশি যাতে থিয়েটার চর্চা তারা করে এবং থিয়েটারকে আরও এগিয়ে নিয়ে যাক এটাই আমাদের মূল লক্ষ্য"(Siliguri Theatre)।
advertisement
নিউজ ১৮ লোকালকে তিনি আরও বলেন, "যেকোনও প্রজেক্ট (project) করা হলেও তার পেছনে একটা লক্ষ্য থাকে। আমরা প্রায় দু'বছর ধরে থিয়েটার চর্চা করতে পারছি না। খুব কম অনুষ্ঠান ও আলোচনা করা হয়েছে। যেইটুকু সময় পেয়েছি, পুরোনো যে কাজগুলো আমাদের ধরে রাখা ছিল সেগুলির সূত্র ধরে কিছু আড্ডা আলাপ-আলোচনা করা হয়েছে। যেখানে অনুষ্ঠান সংগঠিত করা গিয়েছে বা সংগঠকরা করতে পেরেছেন, সেখানে আমরা অনুষ্ঠান করেছি। এর মধ্যে সীমাবদ্ধ ছিল। এবার নতুন করে সুযোগ এল। আমরা জানি স্বনামধন্য শিশুদের লেখক সত্যজিৎ রায়"।
advertisement
তিনি আমাদের আরও বলেন, "সত্যজিৎ রায়ের লেখা একটি গল্প থেকেই আমরা বেছে নিয়েছি। এখনই সম্পূর্ণ অনুষ্ঠান বা সম্পূর্ণ নাটকটি নিয়ে কিছু বলা যাবে না। তবে প্রত্যেক বছর আমরা এই শীতের সময় পথনাটক করি। সেখানেই এই ছোট ছোট শিশুরা এই পথনাটক করবে এবং এতে অংশ নেবে। এর মাধ্যমে নাটকের চর্চা বা থিয়েটারের চর্চা মানুষের মধ্যে আরও বিস্তারিত ভাবে পৌঁছাবে"।
advertisement
Vaskar Chakraborty
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Siliguri Theatre: নাচে গানে হৈ-হুল্লোড়ে শিলিগুড়ি বনমালার দু'দিনের নাট্য কর্মশালা, পরিসমাপ্তি ইচ্ছেবাড়িতে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement