Vaccination in Siliguri: স্বাস্থ্যবিধি মেনেই এদিন টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন হয় স্কুলে
- Published by:Samarpita Banerjee
Last Updated:
প্রথম এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়ে গিয়েছে। পড়ুয়াদের সঙ্গে এদিন এসেছিলেন অভিভাবকরাও। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনেই এদিন টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়
#শিলিগুড়ি: বিভিন্ন স্কুলে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পড়ুয়াদের টিকাকরণ। প্রথম এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়ে গিয়েছে। পড়ুয়াদের সঙ্গে এদিন এসেছিলেন অভিভাবকরাও। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনেই এদিন টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়। স্কুলের প্রধান শিক্ষিকা নন্দিতা নন্দী সরকারকে ধন্যবাদ জানান এই উদ্যোগের জন্য। নন্দিতাদেবী বলেন, 'আজ সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই এই টিকাকরণ প্রক্রিয়া শেষ হয়। আজ ক্লাস ইলেভেনের একটি পরীক্ষা থাকায় তাদের টিকা হয়নি। পরবর্তীতে আরেকটি ক্যাম্প করে তাদের ভ্যাকসিনের ব্যবস্থা করে দেওয়া হবে।'
নন্দিতা নন্দী আরও বলেন, 'আমি সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের পড়ুয়ারা ফিরে এসেছে স্কুলে। এখন প্রাণ ফিরে পেয়েছে এই স্কুল। এতদিন কচিকাঁচাদের ছাড়া যেন সবটাই খুব বিষণ্ণ হয়ে গিয়েছিল। কোভিডকে আমরা সকলে মিলে মোকাবিলা করেছি এবং আগামীতেও করে যাব। স্বাস্থ্যকর্মী এবং ফ্রন্টলাইন (frontline) কর্মীদের বিশেষভাবে ধন্যবাদ জানাই। তাঁদের সহযোগিতা ছাড়া আমরা কোভিড মোকাবিলা করতেই পারতাম না।'
advertisement
এদিন প্রায় ৩৩০ ডোজ ভ্যাকসিন আনা হয়েছিল। পড়ুয়াদের ১৫ জনের গ্রুপ করে লাইনে দাঁড় করানো হয়েছিল। অভিভাবকদের চেয়ারের মাঝে ছিল পর্যাপ্ত পরিমাণ ফাঁক। স্বাস্থ্যবিধিকে মান্যতা দেওয়া হয়েছিল এদিন। অন্যদিকে, এক ধাক্কায় অনেকটাই কমল দেশের দৈনিক করোনা (coronavirus) সংক্রমণ। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছে ১৩ হাজার ১৬৬ জন। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২৬ হাজার ৯৮৮ জন। মৃত্যু হয়েছে ৩০২ জনের। অ্যাকটিভ কেসের সংখ্যা ১৪ হাজার ১২৪। পজিটিভিটি রেট ১.২৮ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry of India) তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪ কোটি ২৮ লক্ষ ৯৪ হাজার ৩৪৫ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ২২ লক্ষ ৪৬ হাজার ৮৮৪ জন। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৩৪ হাজার ২৩৫। করোনায় সংক্রামিত হয়ে দেশে মোট ৫ লক্ষ ১৩ হাজার ২২৬ জনের মৃত্যু হয়েছে।
advertisement
Location :
First Published :
February 25, 2022 10:29 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Vaccination in Siliguri: স্বাস্থ্যবিধি মেনেই এদিন টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন হয় স্কুলে