#শিলিগুড়ি: রানওয়েতে ফাটল। বন্ধ বাগডোগরা বিমানবন্দরে বিমান পরিষেবা। ফাটলের কারণে বিমানবন্দরে অবতরণ করতে পারল না একাধিক বিমান। চূড়ান্ত সমস্যার সম্মুখীন যাত্রী থেকে পর্যটকরা। এদিকে ঘটনায় ক্ষোভ সৃষ্টি হয়েছে পর্যটকদের মধ্যে। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ২৮টির মধ্যে ২১টি বিমানই এদিন সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দু'বার একই ঘটনা ঘটায় বিমানবন্দর কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সাত দিনে রানওয়েতে দু'বার ফাটলে প্রশ্নের মুখে বিমানবন্দর কর্তৃপক্ষ।
এদিকে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বাগডোগরা বিমানবন্দরে রানওয়ে (runway) সংস্কারের ব্যাপারে ভারতীয় বিমান বাহিনী (IAF)-রএকজন পদস্থ আধিকারিক, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI)-র নির্বাহী পরিচালককে একটি চিঠি পাঠিয়েছেন। সেই অনুযায়ী আগামী ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল বাগডোগরা বিমানবন্দরে বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের এই সিদ্ধান্ত জরুরী হলেও খানিকটা মুখভার পর্যটন ব্যবসায়ীদের। একেই কোভিডের কড়াকড়ি, তার উপর বিমানবন্দরে তালা। কিছুটা হলেও মন খারাপ স্থানীয় ব্যবসায়ীদের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bagdogra Airport, Siliguri