Jalpaiguri News: বাজার মাতাচ্ছে ডিজিটাল রাখি! দাম কত জানেন?

Last Updated:

রাখি বন্ধন উৎসবের আগে জলপাইগুড়িতে তুঙ্গে উঠেছে ডিজিটাল রাখির চাহিদা

+
title=

জলপাইগুড়ি: সামনেই রাখি বন্ধন উৎসব। ভাই-বোনের ভালোবাসার বন্ধনের প্রতীক এই রাখি বন্ধন। বোন ভাইয়ের হাতে রাখি বেঁধে তাঁদের দীর্ঘায়ু কামনা করেন এবং ভাই বোনের সুখ ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নেন। কিন্তু সময় বদলাচ্ছে। এর সঙ্গে পাল্টেছে মানুষের চাহিদা। রীতি নীতি আগের মতোই থাকলেও ধরনটা বদলে গিয়েছে বেশ অনেকটাই। আগে নিজ হাতে তৈরি করা রাখি ভাইয়ের হাতে বেঁধে দিতেন বোনেরা। সময়ে সঙ্গে বাজারে এসেছে হরেক রকম ডিজাইনার রাখি। তবে এবার রাখি উৎসবের আগে বাজারে নতুন চমক ডিজিটাল রাখি।
আজকাল সবকিছুই স্মার্ট হচ্ছে, ডিজিটাইজেশন ট্যাগ লেগে যাচ্ছে সবকিছুর সঙ্গে। ফলে সেই তালিকা রাখিই বা বাদ থাকে কেন। এও বলা যেতে পারে যুগের সঙ্গে পাল্লা দেওয়ার চেষ্টা। আধুনিকতার ছোঁয়া লেগেছে জলপাইগুড়ি শহরের রাখি বাজারে। এবার অভিনব ডিজিটাল রাখি বিকোচ্ছে। অত্যাধুনিক এই রাখির মধ্যে আছে বিভিন্ন ধরনের লাইটিংয়ের ব্যবস্থা। হাতে নিলেই বিভিন্ন আলো জ্বলে উঠছে রাখীতে। তাতেই খুশি আট থেকে আশি। দাম ২৫ টাকা থেকে শুরু করে ৪০ টাকা পর্যন্ত। এই ডিজিটাল রাখিতেই এবার জমজমাট রাখি বন্ধনের বাজার।
advertisement
advertisement
সুরজিৎ দে
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: বাজার মাতাচ্ছে ডিজিটাল রাখি! দাম কত জানেন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement