#শিলিগুড়ি: বিদ্যার দেবী সরস্বতী। বাঙালি, হলুদ শাড়ি-পাঞ্জাবি, হাতে বই, প্রেম। অনেককিছুই জড়িয়ে রয়েছে বাগদেবীর আরাধনার সঙ্গে। করোনার মতো দস্যুর কারণে বাগদেবীর আরাধনায় একটু ভাটা তো পড়েইছিল। তবে এবার রাজ্য সরকারের নির্দেশিকায় ৩ ফেব্রুয়ারি থেকে খুলে যায় স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়। ফলে একপ্রকার হাসি ফেরে পড়ুয়া সহ আয়োজকদের মুখে। সকলেই মনে করছেন এটা 'বাগদেবীর আশীর্বাদ'।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: North Bengal University, Saraswati Puja 2022, Siliguri, University of North Bengal