Jalpaiguri News- মাদক সহ গ্রেফতার তিন! খড়িবাড়ি থেকে পাচারচক্র ফাঁস
- Published by:Samarpita Banerjee
Last Updated:
এদিন দার্জিলিং জেলার অন্তর্গত খড়িবাড়ি এলাকা থেকে আটক করা হয় তিনজনকে।
#শিলিগুড়ি: শিলিগুড়ি শহরের অদূরে খড়িবাড়িতে বিপুল পরিমাণ হেরোইন-সহ তিনজনকে আটক করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স-এসটিএফ (special task force)। এইদিন দার্জিলিং জেলার অন্তর্গত খড়িবাড়ি এলাকা থেকে আটক করা হয় তিনজনকে (Jalpaiguri News)।
এই তিনজনের মধ্যে একজন মহিলা ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজন দার্জিলিংয়ের। অপর দুজন মুর্শিদাবাদের বাসিন্দা। গোপন সূত্রের খবরের ভিত্তিতে এদিন অভিযান চালায় পুলিশ (Jalpaiguri News)। তাদের কাছে খবর আসে, দার্জিলিং থেকে হেরোইন পাচার হচ্ছে। তারপর খড়িবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তিন কেজির বেশি হেরোইন এবং কিছু টাকা উদ্ধার করা হয়।
advertisement
হেরোইনের আনুমানিক বাজার মূল্য কোটি টাকারও বেশি। ওই ঘটনায় আলম শেখ, পিন্টু শেখ ও জোৎস্না মল্লিক নামে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, আলম ও পিন্টু মুর্শিদাবাদের। হেরোইন পাচারের জন্যই দার্জিলিংয়ে গিয়েছিল। ধৃতদের সোমবার আদালতে তোলা হয়।
advertisement
পুলিশের তথ্য অনুযায়ী, এর পেছনে বিশাল কোনও চক্র কাজ করছে। কীভাবে এরা এই কাজ করছে, তা জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তদন্তের স্বার্থে তাদের সঙ্গে ক্রমাগত কথা বলছে পুলিশ। চলছে জেরা। ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে খড়িবাড়ি থানার পুলিশ।
advertisement
উল্লেখ্য, এর আগেও বহুবার মাদক সহ অনেকজনকেই আটক করা হয়। মাদকের দাম লক্ষাধিক টাকা। এর পেছনে বড় কোনও চক্র কাজ করছে বলে পুলিশের ধারণা (Jalpaiguri News)। শীঘ্রই এই মূল চক্রের পেছনে মাথা কে, তা বের করে আনতে, তৎপর হয়েছে পুলিশ। স্বাভাবিকভাবেই এই চক্রের এত বিস্তৃত এলাকায় ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা চরম। কারণ গ্রেফতার তিনজনের মধ্যে দুজন মুর্শিদাবাদের বাসিন্দা, একজন দার্জিলিংয়ের। কীভাবে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত এই চক্র ফাঁদ আটলো, তা উদ্ধার করছে পুলিশ।
advertisement
Vaskar Chakraborty
Location :
First Published :
December 13, 2021 8:48 PM IST