Jalpaiguri News: বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির! আহত এক

Last Updated:

শুক্রবার ধূপগুড়ি ব্লকের ঝুমুর সেতু সংলগ্ন এলাকায়।স্হানীয় সূত্রে জানা যায় ধূপগুড়ির দিক থেকে একটি বাইক জলপাইগুড়ির দিকে যাওয়ার পথে ঝুমুর সেতুর উপর একটি লরি পিছন দিক থেকে বাইক চালকে ধাক্কা মেরে পালিয়ে যায়।

#জলপাইগুড়ি : শুক্রবার ধূপগুড়ি ব্লকের ঝুমুর সেতু সংলগ্ন এলাকায়।স্হানীয় সূত্রে জানা যায় ধূপগুড়ির দিক থেকে একটি বাইক জলপাইগুড়ির দিকে যাওয়ার পথে ঝুমুর সেতুর উপর একটি লরি পিছন দিক থেকে বাইক চালকে ধাক্কা মেরে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে এলাকায় প্রচুর মানুষের ভিড় জমে যায়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ পৌছে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুলিশের তরফে আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে।
পুলিশের তরফে ঘাতক লরির খোঁজ চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। দেহ পুলিশের তরফে নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা যায়। দুর্ঘটনা রোধে ট্রাফিক গার্ডের তরফে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হলেও এরপরেই ঘটে চলছে একের পর এক দুর্ঘটনা।
আরও পড়ুনঃ হাতে ব্যাট নিয়ে এবার ২২ গজের মাঠে রাজগঞ্জের বিধায়ক
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম আব্দুল মান্নান, তার বাড়ি ধূপগুড়ি ব্লকের পশ্চিম মাগুরমারি এলাকায়।আহত ব্যক্তির নাম জগদীশ রায়। আহত ব্যক্তি জগদীশ রায় বলেন একটি বাইকে করে দুইজন মিলে জলপাইগুড়ি যাচ্ছিলাম। সেই মূহুর্তে একটি লরি পিছন থেকে ধাক্কা মারলে আব্দুল ডানদিকে পড়ে যায়, আমি বামদিকে পড়ে যায়।
advertisement
advertisement
Surajit Dey
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
 Jalpaiguri News: বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির! আহত এক
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement