Jalpaiguri News: জল চেষ্টাই কাল হল বৃদ্ধের, দরজা খুলতেই শুঁড়ে জড়িয়ে তুলে আছাড়!
- Reported by:SUROJIT DEY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
রাতের খাওয়া শেষে জল পানের জন্য দরজা খুলে ঘর থেকে বেরোতেই বৃদ্ধকে আক্রমণ হাতির! শুঁড়ে জড়িয়ে এক আছাড়েই বেরিয়ে গেল প্রাণ
জলপাইগুড়ি: রাতের খাবার খেয়ে জল পানের জন্য এক চিলতে ঘরের বাইরে বেরিয়েছিলেন প্রৌঢ়। কিন্তু কে জানত দরজার সামনেই সাক্ষাৎ জমদূত অপেক্ষা করে আছে! ঘরের বাইরেই দাঁড়িয়ে থাকা এক ক্রুদ্ধ হাতি সঙ্গে সঙ্গে বৃদ্ধ মণি ওঁরাও-কে (৬৩) শুঁড়ে জড়িয়ে আছাড় মারে। দ্রুত পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলবার রাত সাড়ে ন’টা নাগাদ এই মর্মান্তিক ঘটনাটি ঘটে বানারহাটে।
আরও পড়ুন: নমামি গঙ্গা প্রজেক্টের কাছে ভয়াবহ বিস্ফোরণ! উত্তরাখণ্ডে গোটা ব্রিজ বিদ্যুৎস্পৃষ্ট, নিহত কমপক্ষে ১৫
উত্তরবঙ্গে চলতি বছর হাতির হানায় মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে রাতের অন্ধকারে বাড়ির দরজা খুলতে ভয় পাচ্ছে মানুষ। কারণ বাইরে কোথাও যাওয়া দূরস্ত, দরজা খুলে উঠোনে বেরোলেই আক্রমণ করছে দাঁতাল। জলপাইগুড়ির বানারহাটের চানাডিপা এলাকার মণি ওঁরাও-এর সঙ্গেও তেমনই ঘটল। সামান্য জল তেষ্টা কাল হল ওই বৃদ্ধের।
advertisement
advertisement
মৃত বৃদ্ধের আত্মীয় বিজয় মারান্ডি জানিয়েছেন, মঙ্গলবার রাতে ঘরেই খাবার খেয়ে দরজা খুলে বাইরে জল খেতে বেরিয়েছিলেন মণি ওঁরাও। তখনই আক্রমণ করে হাতি। শুঁড়ে করে জড়িয়ে তাঁকে তুলে আছাড় মারে! গুরুতর আহত হন ঐ বৃদ্ধ। তড়িঘড়ি বীরপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষাণা করেন। খবর পেয়ে বন দফতরের বিন্নাগুড়ি স্কোয়াডের আধাকারিকরা দ্রুত বীরপাড়া হাসপাতালে পৌঁছন। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি নিয়মে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।
advertisement
সুরজিৎ দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 19, 2023 4:32 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: জল চেষ্টাই কাল হল বৃদ্ধের, দরজা খুলতেই শুঁড়ে জড়িয়ে তুলে আছাড়!










