King Cobra: ঘাসের মধ্যে ফোঁস ফোঁস, কাছে যেতেই ভয়ানক কাণ্ড ডুয়ার্সে
- Published by:Suvam Mukherjee
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
King Cobra: ডুয়ার্সের মেটেলি ব্লকের মঙ্গলবাড়ি বস্তির কাস্টুপাড়া থেকে উদ্ধার হল ১২ ফুট লম্বা কিং কোবরা সাপ
ডুয়ার্স: ডুয়ার্সের মেটেলি ব্লকের মঙ্গলবাড়ি বস্তির কাস্টুপাড়া থেকে উদ্ধার হল ১২ ফুট লম্বা কিং কোবরা সাপ। আতঙ্কিত এলাকাবাসীরা। জানা গিয়েছে, কাস্টু পাড়া এলাকার একটি ঝোড়ার ধারে ঘাস জমিতে সাপটিকে দেখতে পায় স্থানীয় লোকজন।
কথা চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছোয় সর্পপ্রেমী দিবস রাই। বেশ কিছুক্ষণ চেষ্টার পর সাপটিকে বস্তা বন্দী করেন তিনি। শ্রী রাই বলেন, সাপটি প্রায় ১২ ফুট লম্বা এবং সুস্থই আছে। পরে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
advertisement
advertisement
অপরদিকে, পরিবেশ কর্মীদের একাংশের অভিমত, ক্রমশই জঙ্গলের ঘনত্ব কমে আসছে। সংরক্ষিত বনাঞ্চল জবরদখল করে গড়ে উঠছে আধুনিক রিসর্ট সহ জনপদ। যে কারণে ভীষণ ভাবে ব্যাহত হচ্ছে জীববৈচিত্র্য। এই কারণেই কিং কোবরার মতো বিষাক্ত সাপ সহ অন্যান্য বন্যজীব নিজেদেরকে সুরক্ষিত রাখতে বাসস্থান পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে।
advertisement
সুরজিৎ দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 22, 2023 1:55 PM IST