Jalpaiguri News: দূষণে মুখ ঢেকেছে জলপাইগুড়ির করলা নদী! চিন্তায় পরিবেশপ্রেমীরা

Last Updated:

জলপাইগুড়ি শহরের মাঝ দিয়ে বয়ে চলা করলা নদীর পারে সেই রাজ আমলেই বসেছিলো বাজার যা আজকের দিনবাজার। তবে বর্তমানে সেই দিনবাজারের মাছ বিক্রেতাদের একাংশের জন্য প্রায় রোজই ভোরে শহর জুড়ে ছড়িয়ে পরছে কালো ধোয়া।

+
title=

#জলপাইগুড়ি: জলপাইগুড়ি শহরের মাঝ দিয়ে বয়ে চলা করলা নদীর পারে সেই রাজ আমলেই বসেছিলো বাজার যা আজকের দিনবাজার। তবে বর্তমানে সেই দিনবাজারের মাছ বিক্রেতাদের একাংশের জন্য প্রায় রোজই ভোরে শহর জুড়ে ছড়িয়ে পরছে কালো ধোয়া। কারণ ভিন রাজ্যে থেকে থার্মকলের ব্যাক্স বন্দি হয়ে আসে বাঙালির প্ৰিয় নানান প্রজাতির মাছ।
বাক্স থেকে মাছ বেরিয়ে যাবার পরেই সেই থার্মোকল স্থান পায় পাস দিয়ে বয়ে চলা করলা নদীর পারে। তারপর ওই বক্স পুজিয়ে দেওয়া হয় নদীর পাড়ে। এই বিষয়ে জলপাইগুড়ির সমাজকর্মী নবেন্দু মল্লিক বলেন, এটি মারাত্মক ক্ষতি করছে শহরের প্রতিটি নাগরিকের স্বাস্থ্যের যখন শহর জলপাইগুড়ি ভোরের সকাল কুয়াশায় ভরা থাকবে শীতেকালে সেই সময় কালো ধোঁয়ায় শহর ভরে রয়েছে এই বিষয়ে পৌরসভার কোন হেলদোল নেই।
advertisement
আরও পড়ুনঃ সম্প্রীতির বার্তা নিয়ে ভিনটেজ কার র‍্যালি, পৌঁছল কলকাতা থেকে ডুয়ার্সে
যে মাছের বাক্স আসে থার্মোকলে সেগুলি কলকাতা অথবা হাওড়া দিকে রিসাইকেলিং হয় সেই রিসাইকেলিং যন্ত্রাংশ বসাতে হবে জলপাইগুড়ি দিনবাজারের মাছ ব্যবসায়ীদের স্বার্থে পৌরসভার। না হলে জলপাইগুড়ি ঐতিহ্যবাহী করলা নদী বাস্তু তন্ত্র নষ্টের পথে চলে যাবে। অপরদিকে জলপাইগুড়ি সায়েন্স এন্ড নেচার ক্লাবের সম্পাদক গৌতম ঘোষ জানান, এই কালো বিষাক্ত ধোয়া থেকে টি বি, ক্যান্সার সহ ফুসফুসের নানারোগ সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত, এটি বন্ধ হওয়া জরুরি।
advertisement
advertisement
Surajit Dey
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: দূষণে মুখ ঢেকেছে জলপাইগুড়ির করলা নদী! চিন্তায় পরিবেশপ্রেমীরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement