Jalpaiguri News: আসন্ন শিব চতুর্দশী, সাজছে জল্পেশ, এবারও ভক্তদের বিপুল সমাগমের আশা মন্দির কর্তৃপক্ষের
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
উত্তরবঙ্গের ঐতিহাসিক মন্দির জল্পেশ মন্দির। জলপাইগুড়ি জেলায় ময়নাগুড়ি বক্ল থেকে প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির
জলপাইগুড়ি: উত্তরবঙ্গের ঐতিহাসিক মন্দির জল্পেশ মন্দির। জলপাইগুড়ি জেলায় ময়নাগুড়ি বক্ল থেকে প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির। প্রতিবছর শ্রাবণমাসে ভক্তদের ভীড় চোখে পড়ার মতো এবং শিবরাত্রিতে একই চিত্র দেখা যায়। ভিনরাজ্য ভক্তরা আসে এখানে শ্রাবণেউৎসবে যোগ দেন। জল্পেশ মন্দিরে এখন জোরকদমে চলছে কাজ। কারণ দিন কয়েক মাস পরেই মহাশিবরাত্রি।
যা এখানকার প্রধান উৎসব ।জল্পেশ মন্দিরের গর্তে থাকে শিবলিঙ্গ। একে জল লিঙ্গ বা অনাদি বলা হয়। মন্দির ভ্রামরী শক্তিপীঠের সঙ্গে জড়িত। জল্পেশ হলেন দেবী ভ্রামরীর ভৈরব। শিবরাত্রির পর থেকে জর্দা নদীর তীরে মেলা শুরু হয় এবং একমাস ধরে চলে মেলা। সেই মেলা নিয়ন্ত্রণ করে মেলা কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন। কথিত আছে, কোচবিহারের মহারাজা ১৬৬৫ সালে জল্পেশ মন্দিরের র্নির্মাণ করে ।
advertisement
এই মন্দির তৈরি নিয়ে বহু ইতিহাস রয়েছে তার মধ্যে একটা ঐতিহাসিক বিষয় হল মন্দির গুলো দেখতে মুসলিমদের মসজিদ মতো । যে সময় মন্দির নির্মাণ হয় সেই সময় তেমনভাবে কারিগর পাওয়া যায়নি। মহারাজা দিল্লি এবং আগ্রা থেকে কারিগর নিয়ে এসেছিল। তারা ছিলেন মুসলিম সম্পদের মানুষ তারা মসজিদের আদলে তৈরি করে জল্পেশ মন্দির। আরো অনেক ইতিহাস রয়েছে এই মন্দির নিয়ে।
advertisement
advertisement
অপরদিক গিরীন্দ্রনাথ দেব জানান, সামনেই শিব চতুর্দশী, গোটা জল্পেশ মন্দিরকে সেই জন্য সাজিয়ে তোলার কাজ চলেছে, যদিও সারা বছর জুড়েই ভক্তদের ভিড় থাকে বাবার মন্দিরে। তবে আসন্ন শিব চতুর্দশী উপলক্ষে এবার লক্ষ লক্ষ পুন্যার্থীর সমাগম হবে এটাই আশা করছি। মন্দিরের বিভিন্ন জায়গায় ছোটবড় ফাটল দেখা দিয়েছে। ওসব এখন সংস্কার করা হচ্ছে। মন্দিরের বিভিন্ন জায়গায় প্রয়োজনীয় কাজকর্মের কাজ চলছে।
advertisement
আমরা রাজ্য সরকার থেকে পাঁচকোটি টাকা পেয়েছি। ওই টাকা দিয়ে কাজগুলি করানো হচ্ছে। মন্দিরে একটি স্কাইওয়াক বানানো হচ্ছে। স্কাইওয়াকের উপর দিয়ে হেঁটে পুণ্যার্থীরা সরাসরি মন্দিরে প্রবেশ করতে পারবেন।
advertisement
সুরজিৎ দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 20, 2023 10:44 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: আসন্ন শিব চতুর্দশী, সাজছে জল্পেশ, এবারও ভক্তদের বিপুল সমাগমের আশা মন্দির কর্তৃপক্ষের