Jalpaiguri News: চিনা আলোর দাপটে ‌যেন প্রদীপের তলে অন্ধকার! বিক্রি নেই মাটির প্রদীপের! অভাবে শিল্পীরা!

Last Updated:

Jalpaiguri News: জলপাইগুড়ি শহর লাগোয়া কুমোর পাড়ায় চাকা ঘুরিয়ে আজও মাটির প্রদীপ, ঘট, ধুনুচি তৈরি করছেন প্রবীণ মৃৎশিল্পীরা।কিন্তু বিক্রি একেবারেই নেই!

+
মাটির

মাটির প্রদীপ বানাচ্ছেন

#জলপাইগুড়ি:  যারা প্রদীপের আলো দিয়ে দীপাবলিতে শহরকে আলোকিত করে তারাই তাদের সংসার আজ অন্ধকারে জীবন কাটছে। নেই কোনও সঠিক উপার্জন। জলপাইগুড়ি শহর লাগোয়া কুমোর পাড়ায় চাকা ঘুরিয়ে আজও মাটির প্রদীপ, ঘট, ধুনুচি তৈরি করছেন প্রবীণ মৃৎশিল্পীরা। করোনা পরিস্থিতিতে পেশা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেবর্তমান প্রজন্ম। পেশা বদল করেছেন অনেকেই। জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের রাহুত বাগান এলাকার কুমোর পাড়া গ্রাম পাল পাড়া নামেই পরিচিত। দীর্ঘদিন ধরেই এই এলাকার প্রায় একশোরও বেশি বাড়িতে চাকা ঘুরিয়ে মাটির ঘট, প্রদীপ, হাঁড়ি, পাতিল এসব তৈরি করা হতো। আজও এই এলাকায় ঢুকতেই সোঁদা মাটির গন্ধ ভেসে আসে। করোনা আবহে পাল পাড়ার বেশিরভাগ বাড়িতেই এখন আর চাকা ঘুরিয়ে মাটির জিনিস তৈরি করা হচ্ছে না। হাতে গোনা কয়েকটি পরিবার মাত্র এই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন।
৬৫ বছরের প্রবীণ মৃৎশিল্পী সুশীল পাল চাকা ঘোরাতে ঘোরাতেই বলেন, " খুবই দুরাবস্থায় রয়েছি আমারা। লকডাউনের সময়ে একবেলা খেয়েই দিন কাটাতে হয়েছে। রেশনের চাল খেয়েই কোনও রকমে সংসার চালাচ্ছি।" মৃৎশিল্পীরা জানান, এবছরে মাটির জিনিসের চাহিদা একদমই নেই বললেই চলে। পুজো - পার্বণ তেমন না হওয়ায় তাঁদের তৈরি সামগ্রীর চাহিদা কমেছে । তার উপর মাটির দামও এবছরে যথেষ্ট চড়া । এক পিক আপ ভ্যান মাটির দাম ১৪ - ১৫ হাজার টাকা । আগে ট্রাকে করে মাটি আনা হত বলে জানান শিল্পীরা। বর্তমানে এক ট্রাক মাটির দাম ৩৫ হাজার টাকা।
advertisement
advertisement
পাল পাড়ার বেশিরভাগ মৃৎশিল্পীরাই এখন পেশা বদল করতে বাধ্য হয়েছেন বলে জানান। ননীগোপাল পাল বলেন, " শহরে গিয়ে রাজ মিস্ত্রির কাজ শুরু করেছি। অনেকে আবার দিনমজুরিও করছেন। পূর্ব পুরুষদের পেশা ছাড়তে আমরা বাধ্য হচ্ছি। অন্যদিকে ননীগোপাল বাবু বলেন,আগের মতো আর চাহিদা নেই মাটির প্রদীপের বাজারে গ্রাস করেছে প্লাস্টিকের টুনি লাইট বিভিন্ন ধরনের প্লাস্টিকের প্রদীপ সেই কারণে কদর কমেছে মাটির প্রদীপের ।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: চিনা আলোর দাপটে ‌যেন প্রদীপের তলে অন্ধকার! বিক্রি নেই মাটির প্রদীপের! অভাবে শিল্পীরা!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement