Happy Birthday: ঢাউস কেকে জেলার জন্মদিন পালন! জলপাইগুড়ি মেতেছে বর্ষবরণে

Last Updated:

একেই বাঙালির বারো মাসে তেরো পার্বণ, তার ওপর ইংরেজি নতুন বর্ষ বরণের দিন সঙ্গে আবার প্রাণের শহর জলপাইগুড়ি জেলার জন্মদিন।

+
শহর

শহর জলপাইগুড়ির জন্মদিন

#জলপাইগুড়ি: একেই বাঙালির বারো মাসে তেরো পার্বণ, তার ওপর ইংরেজি নতুন বর্ষ বরণের দিন সঙ্গে আবার প্রাণের শহর জলপাইগুড়ি জেলার জন্মদিন ।ডবল সেলিব্রেশন হবে না তা কী করে হয়।একদিকে বর্ষবরণের আনন্দ। অন্যদিকে, জেলার জন্মদিন। সব মিলিয়ে জমজমাট জলপাইগুড়ি।
বছরের প্রথমদিনই জলপাইগুড়ি জেলার জন্মদিন।পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে সেজে উঠেছে শহর জলপাইগুড়ি। নানান রঙের আলো দিয়ে সেজেছে শহর শুধু তাই নয় নানান রঙের আতশবাজি ফাটিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে মেতে উঠেছে গোটা জলপাইগুড়িবাসী ।
advertisement
advertisement
পাশাপাশি ঐতিহাসিক এই শহর এবার ১৫৪ বছরে পা দিল। বিশেষ এই দিন উপলক্ষে বর্ষবনের রাতে ঘড়ির কাটায় যখন রাত বারোটা তখন ১৫৪ পাউন্ড ওজনের পেল্লাই কেক কেটে বার্থডে সেলিব্রেশন পালন করলো জলপাইগুড়ি জেলার বনিক মহল। নর্থ বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্সের পক্ষ থেকে জলপাইগুড়ি মিলন সংঘ ময়দানে আয়োজন করা হয়েছিল আন্তর্জাতিক শিল্প ও বানিজ্য মেলা। এতে ভাগ নিয়েছিলন ভূটান,বাংলাদেশ সহ দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ী প্রতিষ্ঠান। এই মেলার শেষ দিন ছিল শনিবার। শনিবার রাতেই কেক কেটে নতুন বছরকে স্বাগত জানানোর পাশাপাশি ধুমধাম করে জলপাইগুড়ি জেলার বার্থডে সেলিব্রেশন হয়।
advertisement
এদিন সকাল থেকেই শহরে ছিল উৎসবের মেজাজ। তার মধ্যে আবহাওয়াও ছিল বেশ সুন্দর। উপরি পাওনা হিসেবে ছিল শনিবার অর্থাৎ সপ্তাহন্তের দিন,কম বেশি সকলেই ছুটি আর তাতেই লোকের ভিড়ও ছিল বেশ ভালই। এতেই বোঝা যায় জলপাইগুড়িবাসীর আবেগ ঠিক কতটা..!
advertisement
শহরের জন্মদিন এবং নতুন ইংরেজি বছরকে স্বাগত জানানো হল একই সঙ্গে।এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল মেলায়। সায়েন্স এন্ড নেচার ক্লাবের সম্পাদক রাজা রাও জানান, বহু পুরনো শহর জলপাইগুড়ি।অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে এই শহরের সঙ্গে। এবছর ১৫৪ বছরে পদার্পণ করল। তাই জলপাইগুড়ির বাণিজ্য মেলায় চেম্বার অব কমার্স এর পক্ষ থেকে পালন করা হলো শহর জলপাইগুড়ির জন্মদিন।
advertisement
Surajit Dey
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Happy Birthday: ঢাউস কেকে জেলার জন্মদিন পালন! জলপাইগুড়ি মেতেছে বর্ষবরণে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement