Weather Update: তিস্তায় হলুদ সংকেত-লাল সংকেতের মধ্যেই, কুয়াশার চাদরে শীতের আগমন
- Published by:Debalina Datta
Last Updated:
বাঁধা নৌকা বুঝিয়ে দেয় বর্ষার বিদায়, কুয়াশার চাদরে মুড়ে তিস্তা পাড়ে উঁকি মারে শীতের আমেজ মাখানো ভোর, জানান দিচ্ছে শহর জলপাইগুড়ি৷
#জলপাইগুড়ি : সোমবার সকালের এই দৃশ্য বুঝিয়ে দিচ্ছে শীত আসন্ন। লক্ষী পুজোর পরেও চলছিলো অবিরাম বৃষ্টি, দেখা দিয়েছিলো বন্যার ভ্রুকুটি, তবে সোমবার ভোরের মধ্যে দিয়েই যেন জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গ ফিরলো আপন ছন্দে। পাহাড়ে অবিরাম বৃষ্টির কারণে এই আমেজ শহর জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গে কি বেশকিছু জেলাতে প্রভাব পড়েছে। হালকা ঠাণ্ডা হওয়া বয়ে যাচ্ছে শহরের উপর দিয়ে। কখনও তিস্তায় হলুদ সংকেত আবার কখনো লাল সংকেতের খেলা মেতে উঠেছে পাহাড়ি নদী তিস্তা।
তিস্তা পাড়ে জলে ভেজা পলি, ঘাটে বাধা নৌকো, ঝোরে যাওয়া কাঁশ এর মাঝে শিশির বিন্দুর মাঝে উঁকি দেয় সদ্য ফোটা লজ্জাবতী ফুল, কিছুদিন আগেও ভয়ঙ্করী তিস্তার বুক আজ শান্ত, শলার ভেলায় ভেসেই চলছে পারাপার। শহরের জনপদ ও কুয়াশার চাদরে মোরা শান্ত, লৌহ পাতে জমে থাকে শিশিরের জল কণা।
আরও পড়ুন - Weather Update: হিমালয় সংলগ্ন এলাকায় তুষারপাত, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! আবহাওয়ার লেটেস্ট তুলকালাম আপডেট
advertisement
advertisement
তার মধ্যে দিয়েই শুরু হয় কর্মব্যা স্ততা, শীতের আমেজ গায়ে মেখে রাজপথে ছুটে চলে সংবাদ পত্র বিক্রেতা, তবে ঋতুর এই পরিবর্তন যেন মনে জোগায় বাড়তি উচ্ছাস। পেপার বিক্রেতা নানু ঘোষ জানান সাতসকালে শহর জলপাইগুড়িটা সাদা মোরা চাদরের ঢেকে গিয়েছে। কারণ বিগত কিছুদিনের বৃষ্টির কারণে এই কুয়াশায় শহর জলপাইগুড়ি সাদা মোরা চাদরে ঢুকেছে। একটু চাহিদা পেপারের বেড়েছে হতে চায়ের কাপ আর পেপার পড়তে ব্যস্ত মানুষ সাতসকালে হালকা শীতের যেতে উঠেছে শহরে মানুষরা।
advertisement
আবহাওয়া দফতর পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের বিভিন্ন জায়গায় মুষলধারে বৃষ্টি হয়েছে বেশ কিছুদিন ধরে । যার জেরে সকাল থেকে হালকা কুয়াশা উওরবঙ্গে একাধিক জেলায়। এরপর বৃষ্টি থামলেও, আকাশের মুখ ভার থাকে। পূর্বাভাস অনুযায়ী, এটাই নাকি শীতের আগমন বার্তা।
Surajit Dey
view commentsLocation :
First Published :
October 17, 2022 3:51 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Weather Update: তিস্তায় হলুদ সংকেত-লাল সংকেতের মধ্যেই, কুয়াশার চাদরে শীতের আগমন