Jalpaiguri News: হাতির আক্রমণে সর্বস্বান্ত ভুট্টা চাষিরা, আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
ভোরবেলায় মাল ব্লকের বাগরাকোট বিডিআর বস্তি এলাকায় একটি হাতি ঢুকে পড়ার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিন ভোর ৬টার দিকে হাতিটি প্রথমে বিডিআর বস্তি এলাকার কৃষকদের ভুট্টা ক্ষেতে হানা দেয়।
জলপাইগুড়ি: ভোর বেলায় মাল ব্লকের বাগরাকোট বিডিআর বস্তি এলাকায় একটি বন্য হাতি ঢুকে পড়ার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিন ভোর ৬টার দিকে হাতিটি প্রথমে বিডিআর বস্তি এলাকার কৃষকদের ভুট্টা ক্ষেতে হানা দেয়। কিছুক্ষণের মধ্যেই হাতিটিকে তাড়াতে প্রচুর লোক জড়ো হয়। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুইক রেসপন্স টিম। তবে হাতির আক্রমণে কৃষকদের ভুট্টার ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
বনবিভাগের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। কুইক রেসপন্স টিমের পক্ষ থেকে ওম নারায়ণ খেস বলেন, ‘কৃষকদের কাছ থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা সবাই ঘটনাস্থলে যাই। ভুট্টা খেয়ে হাতিটি বাগরাকোট আবাসিক এলাকার দিকে মোড় নেয়। বাগরাকোট পোস্ট অফিস এবং মেন রাস্তা ধরে হাতিটি জঙ্গলের দিকে চলে যায়।’
advertisement
advertisement
কুইক রেসপন্স টিমের পক্ষ থেকে ওম নারায়ণ খেসের উপস্থিতির কারণে হাতির আক্রমণ থেকে অল্পের জন্য রক্ষা পান এক ব্যক্তি। স্থানীয় জনগণের সহায়তায় হাতিটিকে বাগরাকোট সংলগ্ন কালিম্পং জঙ্গলে পাঠানো হয়, তারপরেই মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে।
সুরজিৎ দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 28, 2023 10:11 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: হাতির আক্রমণে সর্বস্বান্ত ভুট্টা চাষিরা, আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর









