হোম /খবর /জলপাইগুড়ি /
জলপাইগুড়িতে অ্যাডিনো ভাইরাস রুখতে সক্রিয় স্বাস্থ্য দফতর, বাড়ল আইসোলেশন বেড

Jalpaiguri News: জলপাইগুড়িতে অ্যাডিনো ভাইরাস রুখতে কোমর বেঁধে নামল স্বাস্থ্য দফতর, বাড়ানো হল আইসোলেশন বেড

অ্যাডিনো ভাইরাস ঠেকাতে

অ্যাডিনো ভাইরাস ঠেকাতে

Jalpaiguri News: অ্যাডিনো ভাইরাস উপসর্গ নিয়ে আক্রান্ত শিশুদের সবচেয়ে বড় সমস্যা শ্বাসকষ্ট। এবার সেই শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভোগা শিশুদের আরও উন্নত চিকিৎসার জন্য এবার পেডিয়েট্রিক ভেন্টিলেটর পরিষেবার ব্যবস্থা করলো জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। 

আরও পড়ুন...
  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

সুরজিৎ দে, জলপাইগুড়ি: অ্যাডিনোভাইরাস উপসর্গ নিয়ে আক্রান্ত শিশুদের সবচেয়ে বড় সমস্যা শ্বাসকষ্ট। এবার সেই শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভোগা শিশুদের আরও উন্নত চিকিৎসার জন্য এবার পেডিয়াট্রিক ভেন্টিলেটর পরিষেবার ব্যবস্থা করল জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।

এই মুহূর্তে রাজ্য জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করা অ্যাডিনো ভাইরাস সংক্রমণ নিয়ে আতঙ্ক নেই জলপাইগুড়ি মেডিক্যালে, বুধবার এমনটাই জানিয়েছেন এমএসভিপি ডা: কল্যাণ খাঁ।যদিও স্বাস্থ্য ভবনের নির্দেশে ইতিমধ্যে ওপিডি এবং আইপিডিতে রেসপিরেটরি সমস্যা-সহ জ্বর, সর্দি কাশি, সমস্যা নিয়ে আসা শিশুদের জন্য পৃথক ব্যবস্থা করা হয়েছে বলে জানালেন চিকিৎসক সুশোভন রায়।

আরও পড়ুন :  আগামিকাল হাওড়ায় গঙ্গা আরতির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আগের সন্ধ্যায় প্রস্তুতি খতিয়ে দেখলেন মেয়র

জেলার বর্তমান অবস্থা প্রসঙ্গে মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার কল্যাণ খাঁ বলেন, অযথা আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। মাত্র একজন শিশু বুধবার এসএনসিইউ বিভাগে ভর্তি রয়েছে। যদি সংখ্যাটি বৃদ্ধিও পায়, সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সব দিক থেকেই প্রস্তুত আমরা।যদিও অপরদিকে ক্যামেরায় উঠে আসছে ভিন্ন ছবি। শিশু বিভাগে একই বেডে দু জনকে রেখে চলছে চিকিৎসা, শিশু কোলে ওয়ার্ডেই ঘুরে বেড়াচ্ছেন মা।

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Adeno Virus, Jalpaiguri